শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
কঠিন পরিস্থিতিতেও কর্মসংস্থানের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। এদিন কসবা ডিপো থেকে শহরে দুটো হুডখোলা ডাবল ডেকার বাসের উদ্বোধন করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এর আগে ফ্লিপকার্ট তাদের লজিস্টিক হাব তৈরি করেছে। এবার উলুবেড়িয়ায় হতে চলেছে অ্যামাজন লজিস্টিক হাব।

মুখ্যমন্ত্রী জানান, এখানে ২০ হাজার লোকের প্রত্যক্ষ ও পরোক্ষে কর্মসংস্থান হবে। এই হাব থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে পণ্য পাঠানো হবে। দেশের এই অংশের মধ্যে সবচেয়ে বড় হাব হয়েছে এই রাজ্যেই জানান মুখ্যমন্ত্রী।
এদিন তিনি, দুটি দোতলা বাস ও হাউজ বোট পরিষেবার সূচনা করেন। কাল থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। মোট ২ ঘণ্টার সফরে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখানো হবে।
আরও পড়ুনঃ দ্বিতীয় দিনেও ধর্মঘটে অনড় ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন
আগামী ২৩ অক্টোবর, সপ্তমী থেকে এই বাসে পুজো দেখানো হবে। হুডখোলা বাসেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো থেকেই পর্যটন দফতরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাবে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভালো নেই ফেলুদা, হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী ফের পুজোর সময় সকলকে নিয়ম মেনে চলতে অনুরোধ করেন। তিনি এদিন উদাহরণ দিয়ে বলেন, ‘আমরাও শারীরিক দুরত্ব বজায় রেখেছি। সকলে মাস্ক পরবেন। স্যানিটাইজার ব্যবহার করবেন। কারণ দেখতে হবে যাতে কোভিড না ছড়ায়।’
একইসঙ্গে, মুখ্যমন্ত্রীর কথায়, ‘পুজোর প্যান্ডেলের আশেপাশে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। অনুষ্ঠান করতে হলে অডিটোরিয়ামে করুন। পুলিশ সবদিক খতিয়ে দেখে ছাড়পত্র দেবে। এবার অতিমারী রয়েছে তাই অ্যালার্ট থাকতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584