ওয়েবডেস্কঃ
চলতে থাকা ভারত পাকিস্তান বিবাদের মধ্যে ভারতের পাশে দাঁড়ালেও বাণিজ্যিক ক্ষেত্রে হঠাৎই অবস্থান বদল করে ভারতকে বড় ধাক্কা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসকে লেখা একটি চিঠিতে প্রেসিডেন্ট জানান “ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ”
উল্লেখ্য, এই জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর মাধ্যমে ৫.৬ বিলিয়ন ডলারের ভারতীয় পণ্য সামগ্রী বিনা শুল্কে আমেরিকার বাজারে যেতে পারত । কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর থেকে ভারত এই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে ।
তবে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কেন এই সিদ্ধান্ত সে সম্পর্কে তিনি জানান “ভারত সরকার এবং রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি । আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে কখনও এ ধরনের সুবিধা দেবে না।”
এতদিন পর্যন্ত আমেরিকার বাজারে বিনা শুল্কে বাণিজ্যের ক্ষেত্রে এই বিশেষ সুবিধায় পৃথিবীর যে সমস্ত দেশ ফায়দা ওঠাতো তার মধ্যে ভারত অন্যতম । কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বাণিজ্য আপাতত অনিশ্চয়তার পথে ।
তবে ট্রাম্প জানিয়েছেন ভারত তাদের দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকাকে এই ধরনের সুবিধা দেবে কিনা তা খতিয়ে দেখা হবে ।
উল্লেখ্য , ভারতের পুলওয়ামা জঙ্গি হামলার পরে পাকিস্তানের বালাকোটায় ভারতীয় বায়ুসেনা দ্বারা জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দেবার ঘটনা । সব মিলিয়ে ভারত পাকিস্তান বিবাদের জেরে আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584