নিউজফ্রন্ট, ওয়েওডেস্কঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হল আমেরিকাও। মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, সম্প্রতি চিন থেকে ফেরত আসা এক ৩০-৩৫ বছর বয়সী যুবকের দেহে এই ভাইরাসের সন্ধান মেলে।
ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির অবস্থা খুব গুরুতর নয়, কারণ তিনি এই ভাইরাসের সংক্রমণস্থল অর্থাৎ কেন্দ্রবিন্দু ‘উহান’ সামুদ্রিক বাজারে যাননি।
সর্বভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, চিনেই সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এই ভাইরাস মূলত সি-ফুড থেকে ছড়ায় এবং মানুষ-সহ উট, বিড়াল, বাদুড়ের দেহে এই ভাইরাস প্রবেশ করতে সক্ষম হয়। এই ভাইরাসে আক্রান্ত কোনও বিড়াল উট বা বাদুড়ের থেকেও অতি সহজেই মানুষের দেহে এই ভাইরাস সংক্রমিত হতে পারে।
আরও পড়ুনঃ কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতিতে সাহায্য করতে চায় আমেরিকা
এই ভাইরাসের প্রাথমিক লক্ষণ গুলি হলঃ
• ঠান্ডা লাগা
• কাশি
• গলা ব্যথা
• শ্বাস নিতে অসুবিধা
• জ্বর
তবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিউমোনিয়া থেকে শুরু করে কিডনির ক্ষতিও হতে পারে। এই ভাইরাসের সংক্রমণ যাতে বেশি না ছড়িয়ে পড়ে, সেই কারণে নিম্নলিখিত উপায়গুলি সুরক্ষাকবজ হিসাবে নেওয়া যেতে পারেঃ
• হাত সাবান দিয়ে ভাল করে ধুয়ে রাখা। সাবান না থাকলে স্যানিটাইজার রাখতে হবে।
• নাক-মুখ ভালভাবে ঢেকে রাখতে হবে।
• এই ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। তাঁদের ব্যবহৃত বাসন ব্যবহার করা যাবে না, এমনকী তাদের স্পর্শ করাও ঠিক হবে না।
• ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে থেকে আনা জিনিসপত্র পরিষ্কার না করে ঘরে ঢোকানো যাবে না।
• আমিষ রান্না, বিশেষত সামুদ্রিক খাবার খাওয়া যাব না, কারণ এই ভাইরাস সি-ফুড থেকেই ছড়ায়।
এই ভাইরাসের হাত থেকে চিরতরে মুক্তির জন্য এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভ্যাকসিন আবিষ্কার করার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584