নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘ফেসবুক’ এই সময়ের অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবার বড় ধরণের মামলার মুখে। আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন একচেটিয়া ব্যবসা করার অভিযোগে মামলা করেছে ফেসবুকের বিরুদ্ধে। এর ফলে তাদের অন্য দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করে দিতে হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এই মামলায় ফেসবুকের বিরুদ্ধে তুলনামূলক নবীন প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোকে অবৈধভাবে নির্মূল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে কোনো ব্যবসায় একচেটিয়া অধিকার ভোগ করার সুযোগ নেই। ফেসবুক এই আইন লঙ্ঘন করে সোশ্যাল মিডিয়ার একটি একচেটিয়া প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুনঃ ফ্রান্সের মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৫
এই মামলায় বলা হয়েছে, ফেসবুক এই ক্ষেত্রে একচেটিয়া ডিজিটাল বিজ্ঞাপনও নিয়ন্ত্রণ করছে। নিজেদের আয়ত্বে থাকা সবকটি প্ল্যাটফর্ম ব্যবহার করে কনটেন্ট ভাইরাল করার কাজ চালাচ্ছে তারা। অর্থাৎ ব্যবসায়িক কোনরকম প্রতিযোগিতা তৈরি হতেই দিচ্ছেনা ফেসবুক কর্তৃপক্ষ, যা আমেরিকার বাণিজ্যনীতির পরিপন্থী। এই একচেটিয়া ব্যবসায়িক ক্ষেত্র নিয়ন্ত্রণের পরিকাঠামো-টিই ভেঙে দিতে উদ্যোগ নিয়েছে ফেডারেল ট্রেড কমিশন; এই বিষয়ে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে এই মামলায়।
ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, ফেসবুকের একচেটিয়া ব্যবসার বিষয়টি সম্পর্কে রাজ্যগুলির নীতিনির্ধারকদের সঙ্গে যৌথ ভাবে বেশ কিছুদিন তাঁরা তদন্ত চালিয়েছেন।
আরও পড়ুনঃ নো এন্ট্রি জোনের দাবিতে ফারাক্কা এনটিপিসি মোড়ে পথ অবরোধ
সেই তদন্তে উঠে আসে, ২০১২ সালে ইনস্টাগ্রামকে ১০০ কোটি ডলার দিয়ে এবং দু’বার হোয়াটসঅ্যাপকে ১ হাজার ৯০ কোটি ডলার দিয়ে কিনে নিয়েছে ফেসবুক। কারণ, এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুব দ্রুত ফেসবুকের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল, ফলে ফেসবুকের একচেটিয়া ব্যবসায় বাধা সৃষ্টি করেছিল।
মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের পরিচালক আইয়ান কনার বলেছেন, ফেসবুক খুবই সুচিন্তিত পদ্ধতিতে একই ধরনের কোনো প্রতিযোগী প্রতিষ্ঠান তৈরি হতেই দিচ্ছিল না। এই মামলার উদ্দেশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকের একচেটিয়া আধিপত্য দূর করা এবং প্রতিযোগিতার বাজার যাতে তৈরি হয় সেই রাস্তা সুগম করা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584