সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন কবি

0
123

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম মহিলা নোবেল জয়ী সাহিত্যিক হিসাবে ২০২০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকান কবি লুইস গ্লাক।

Louis Gluck | newsfront.co
ছবিঃ দ্যা নোবেল প্রাইজ টুইটার

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করার সময় অ্যাকাডেমির নোবেল কমিটি জানিয়েছে, ‘ গ্লাকার ভাষ্য মধুর এবং আপসহীন। তাঁর কবিতা পড়লেই বোঝা যায় যে, তিনি নিজেকে প্রাঞ্জল করতে সচেষ্ট। একই সঙ্গে তাঁর লেখায় পাওয়া যায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’

তাঁর অসামান্য কাব্যভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তি সত্তাকে সার্বজনীন করে তোলে, জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

আরও পড়ুনঃ ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণার স্বীকৃতি, পদার্থ বিদ্যায় নোবেল জয় তিনবিজ্ঞানীর

কমিটি আরও জানিয়েছে, ‘যদিও গ্লাকার অধিকাংশ কাজেই আত্মজীবনীমূলক প্রেক্ষিত লক্ষ্যণীয়, কিন্তু তাকে কিছুতেই স্বীকারোক্তি হিসেবে গণ্য করা যাবে না। তিনি সার্বজনীন স্বীকৃতি চান। তাঁর লেখায় প্রধানত তিনটি বৈশিষ্ট ধরা পড়ে। পারিবারিক জীবন, খেলাচ্ছলে প্রকাশিত বৌদ্ধিক বিভা এবং রচনায় পরিস্ফুট সূক্ষ্ম জ্ঞানের বিচ্ছুরণ।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here