করোনায় মৃত টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিশ্বজুড়ে করোনার দাপট অব্যাহত। সুস্থতার হার বাড়লেও কমেনি আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও নেহাৎ কম নয়। এবার করোনায় মৃত্যু হল প্রবীণ আমেরিকান টিভি ব্যক্তিত্ব ল্যারি কিংয়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল তাঁর ৮৭ বছর। করোনা আক্রান্ত হওয়ার পর লস এঞ্জেলসের সেডার্স-সাইনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে এর আগে থেকেই তিনি হৃদরোগসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন।

Larry King | newsfront.co
ল্যারি কিং

ছয় দশক ধরে বিস্তৃত সাংবাদিকতার কেরিয়ারে ল্যারি কিং প্রায় পঞ্চাশ হাজার সাক্ষাৎকার নিয়েছিলেন। এর মধ্যে ২৫ বছর তিনি সিএনএন টিভির জনপ্রিয় ল্যারি কিং লাইভ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।

সিএনএন টিভিতে তার শেষ অনুষ্ঠানে ল্যারি কিং বলেছিলেন, ” দর্শক আপনাদের কী বলবো জানিনা। ধন্যবাদ ছাড়া কী বা বলতে পারি। গুড বাই না বললেও বলছি, আবার দেখা হবে।”

আরও পড়ুনঃ জীবনযুদ্ধে জয়ী হয়েও ভালোবাসার কাছে হার মানল করোনা

ল্যারি কিং তাঁর কর্মময় জীবনে বহু বিশ্ববিখ্যাত ব্যক্তির সাক্ষাতকার নিয়েছেন, যাদের মধ্যে ছিলেন লেডি গাগা, ফ্র্যাংক সিনাত্রার মতো জন-নন্দিত গায়ক থেকে শুরু করে দলাই লামা, নেলসন ম্যান্ডেলা ও ভ্লাদিমির পুতিনের মত রাজনৈতিক ব্যক্তিত্বরা।

৬৩ বছর ধরে রেডিও, টিভি এবং ডিজিটাল মিডিয়ায় ল্যারি হাজার হাজার সাক্ষাৎকার নিয়েছেন। পেয়েছেন পুরষ্কারও, বিশ্বব্যাপী স্বীকৃতিও পেয়েছেন তিনি। এগুলোই ব্রডকাস্টার হিসেবে তাঁর অন্য মেধার পরিচয় বহন করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here