নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
টলিউডে অনেক পরে করোনা হানা দিলেও বলিউডে কিন্তু অনেকদিন আগেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। করোনা আক্রান্ত হয়েছেন গায়িকা কনিকা কাপুর, প্রযোজক করিম মোরানি,তাঁর কন্যা অভিনেত্রী জোয়া মোরানি।

বনি কাপুর, জাহ্নবী কাপুরের বাড়ির পরিচারক, করণ জোহরের বাড়ির দুই কর্মীর দেহেও করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল আগেই। এবার সেই তালিকায় নাম যুক্ত হল আমির খানের। করোনার কবলে এবার বলিউড সুপারস্টার আমির খানের বাড়ি। এই খবর আমির নিজেই নিশ্চিত করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
আরও পড়ুনঃ কোভিড-১৯ এখনও অনেকদূর যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অভিনেতা জানান, তাঁর বাড়ির বেশ কয়েকজন স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ। তিনি লেখেন, “আপনাদের সবাইকে জানাতে চাইছি আমার বাড়ির বেশ কিছু কর্মীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দ্রুত তাঁদেরকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং বিএমসির কর্মীর খুব দ্রুত এবং পেশাদারভাবে আক্রান্তদের মেডিক্যাল পরিষেবার আওতাভুক্ত করেছে। এত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এবং গোটা এলাকা জীবানুমুক্ত করবার জন্য আমি বিএমসিকে ধন্যবাদ জানাতে চাই।“
আরও পড়ুনঃ ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করছে মোদী সরকার
অন্যদিকে, আমির এও নিশ্চিত করেছেন যে, তাঁর নিজের এবং পরিবারের অন্য সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু চিন্তার বিষয় হল এই মূহুর্তে তাঁর বৃদ্ধা মা’কে অভিনেতা করোনা পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন। অনুরাগীদের কাছে তিনি আবেদন করেন, ‘দয়া করে আপনারা সবাই প্রার্থনা করুন যাতে মায়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584