পিয়ালী দাস,বীরভূমঃ
পুরুলিয়া এখন সরগরম। তেমনই সরগরম কিন্তু অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম। কলকাতা থেকে হেলিকপ্টারে করে এ দিন সকালে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন মোদীর সভাপতি। বেলা সাড়ে ১১টা ১৫ নাগাদ তারাপীঠের কাছে তারাপুরে নামে অমিত শাহের হেলিকপ্টার। সেখান থেকে সড়কপথে বিজেপি সভাপতির কনভয় পৌঁছায় তারাপীঠের মন্দিরে।
অমিত শাহকে বীরভূমে স্বাগত জানাতে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিনব আয়োজন করে। শতাধিক ঢাকের বোলে স্বাগত জানানো হয় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। স্থানীয় বিজেপি কর্মীদের কথায়— অন্য সময় অনুব্রত মণ্ডল চড়াম-চড়াম আওয়াজ শোনান বিরোধীদের। এবার অনুব্রত মণ্ডলকে চড়াম চড়াম শুনতে হবে। অমিত শাহের সফর থেকেই তার সূচনা হয়ে যাচ্ছে। তারাপীঠ মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মন্দিরে আরতিও করেন। পৌনে বারোটা নাগাদ মন্দিরে ঢোকেন অমিত শাহ। দশমিনিট পুজো দেন। মাকে সিঙ্গার সাজে পুজো দেওয়া হয়। তাতে ছিল বেনারসী শাড়ি, পাঁচরকম ফুল। এরমধ্যে ছিল, পদ্ম, জবা, অপরাজিতা, বেলপাতা ও আকন্দ। পূজো করান সেবাইত পুলক চট্টোপাধ্যায়, নিখিল বন্দ্যোপাধ্যায়, রবি মুখোপাধ্যায় সহ পাঁচজন।
মন্দিরে পূজা দিয়ে তিনি তারাপুর স্বরস্বতী শিশু মন্দিরে আসেন সেখানে কর্মীদের সাথে কুড়িমিনিট কথা বলেন এরপর তিনি দুপুরের আহার করেন। দুপুরের আহারে ছিল ফ্রাই রাইস, মুগ ডাল, আলুপোস্ত, ছানার ডালনা, মিক্সড ভেজ, করলা ভাপা, ফ্রুট স্যালাড, ভাপা সন্দেষ। দুপুরের আহারের দায়িত্বে থাকা বিজেপি মহিলা মোর্চার মন্ত্রী রীতা মন্ডল জানান, “তিনি অল্প অল্প সব কিছু খেয়েছেন, খাবার পর তিনি রান্নার খুব প্রশংসা করেন এবং তিনি বলেন বাঙ্গালি রান্না আমার খুব পছন্দের।” তারপর তিনি দুপুর একটায় হেলিকপ্টার এ চেপে পুরুলিয়ার জনসভার উদ্দেশ্যে রওনা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584