মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে আরও একবার পদক পেল ভারত। এবার ১০ কিলোমিটার রেস ওয়াকে রুপো জিতলেন অমিত খাতরি। শনিবার নাইরোবিতে অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতে দেশকে গর্বিত করেছেন অমিত।
এদিন সোনা জয় করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অমিত খাতরি। কারণ, শেষ দুটি ল্যাপের আগে পর্যন্ত শীর্ষে ছিলেন তিনি। সেইসময় জলপানের বিরতি নেওয়ায় তাঁর আর সোনা জয় করা হল না। শেষপর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন তিনি। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে সোনা জেতেন হেরিংস্টোন। এছাড়াও, ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড শেষ করে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের পল ম্যাকগ্রাথ।
🇮🇳 Congratulations Amit pic.twitter.com/NOyu0ff4Is
— Athletics Federation of India (@afiindia) August 21, 2021
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে ডাক পেলেন স্টিভ স্মিথ -ডেভিড ওয়ার্নারা
চলতি বছরটা ভারতের জন্য মন্দ নয়। অলিম্পিক্সে সোনার পদক পেয়েছে ভারত। এবার আবার অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতল ভারত। ইতিমধ্যে নাইরোবিতে ব্রোঞ্জ জিতেছে ভারতের ৪×৪০০ মিটার মিক্সড রিলে দল। এদিনই ছিল চলতি মরশুমে ভারতের সেরা পারফরম্যান্স। সবমিলিয়ে ভারতের জন্য বেশ ভালোই কাটছে অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584