রাজ্যে বিনা পয়সায় করোনার টিকা বিলি নিয়ে মমতাকে খোঁচা বিজেপির

0
80

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

mamata banerjee | newsfront.co
কোলাজ চিত্র

যখন কেন্দ্রীয় সরকার তিন কোটি প্রথম সারির করোনা যোদ্ধাকে বিনামূল্যে টিকা দেবে বলেছে, তখনই রাজ্য সরকার সেই কৃতিত্ব নেওয়ার জন্য প্রচার চালানো শুরু করল বলে অভিযোগ করল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে টিকা দেওয়ার আশ্বাস প্রসঙ্গে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য। রাজ্যবাসী যাতে বিনামূল্যে করোনার টিকা পান তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে এক চিঠিতে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি নেতা অমিত মালব্য।

টুইটারে মুখ্যমন্ত্রীর চিঠির প্রতিলিপি তুলে ধরে তিনি লেখেন, “পিসি করোনা পরিস্থিতির মোকাবিলা করতে পারেননি। ডাক্তার থেকে শুরু করে পুলিশকর্মী সকলেই মুখ্যমন্ত্রীর উদাসীনতার প্রতিবাদ করেছিলেন। কিন্তু এখন যখন কেন্দ্র তিন কোটি প্রথম সারির করোনা যোদ্ধাদের বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা করেছে তখনই পিসি সেই কৃতিত্ব নেওয়ার জন্য ছুটছেন।”

আরও পড়ুনঃ কৃষি আইনের সমর্থনে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’! রাজ্য বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা যোদ্ধাদের উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছিলেন, “আপনি জানেন কোভিড ১৯ – এর ভ্যাকসিন আসতে চলেছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।”

তিনি আরও লিখেছিলেন, “বাংলার সমস্ত স্বাস্থ্য কর্মী,পুলিশ, হোমগার্ড, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, সংশোধনাগার ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের কাছে আমরা এই ভ্যাকসিন পৌঁছে দেব।”
এর আগে কেরালা, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ সরকার নিজ নিজ রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছে কৃষকরা- ভিত্তিহীন মন্তব্য বিজেপি বিধায়কের

ষোলই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ। সারা দেশে টিকাকরণে স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থেকে লড়াই করা মানুষকে টিকাকরণের আওতায় আনা হবে। এই সংখ্যা প্রায় তিন কোটি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা নিয়ে আক্রমণ করতে শুরু করলেন বিজেপি নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here