লক্ষ্য বঙ্গ দখল, ঘণ্টায় ৫০ লক্ষ মেসেজ ছড়ানোর নির্দেশ শাহের

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে ডিজিটাল প্রচারে আরও বেশি করে গুরুত্ব দিতে চলেছে বিজেপি। বাংলার মানুষকে বিজেপির কার্যকলাপ সম্পর্কে আরো বেশি অবহিত করতে ডিজিটাল প্রচারকে আরও পোক্ত করার নির্দেশ দিলেন অমিত শাহ

Amit Shah | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

দলের ডিজিটাল মাধ্যমের কর্মীরা কীভাবে লক্ষ্যমাত্রা পূরণ করবেন তার রূপরেখাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ‘মোদী পাড়া’ নামে একটি অ্যাপের সূচনা করেন শাহ। অমিত শাহ এদিন বলেন, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন জয় করতে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের কর্মীদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। হোয়াটসঅ্যাপে ঘন্টায় ৫০ লক্ষ মেসেজ ছড়ানোর লক্ষমাত্রা বেঁধে দিয়েছেন তিনি।

‘মোদী পাড়া’ অ্যাপের সূচনা অনুষ্ঠানে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘ভোটে বিজেপির সাফল্যের পর বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকই তৃণমূল সরকারের ত্রুটির কথা তুলে ধরবেন। কিন্তু, আমি চাই বিজেপির সাইবার যোদ্ধাদের পরিশ্রম দলের জয়ে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। ইতিহাসের পাতায় আপনাদের নাম থাকুক ইতিহাসের পাতায়’।

আরও পড়ুনঃ জার্সি বদলে গেরুয়া শিবিরের হয়ে মাঠে নামবেন একদা মমতার ফার্স্ট বয় রাজীব

মোদীপাড়া অ্যাপ হল বিজেপি কর্মকর্তা এবং সমর্থকদের জন্য একটি সামগ্রিক ডিজিটাল কনটেন্ট হাব। পার্টির কার্যকর্তা, সদস্য, সমর্থক এবং ভোটার এই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক কাজ, সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির কর্মকাণ্ড সব থাকবে হাতের নাগালে।

আরও পড়ুনঃ ভোট শেষ হতেই মমতা দিদিও জয় শ্রী রাম হয়ে যাবেনঃ অমিত শাহ

ফেসবুক, হোয়্যাটসএপ এবং টুইটারের মত সোশ্যাল মিডিয়ায় এই মোদীপাড়া অ্যাপের বিষয়গুলি শেয়ার করতে পারবেন গেরুয়া শিবিরের সাইবার যোদ্ধারা। এই অ্যাপের মাধ্যমে বাড়ি থেকেই সব মানুষকে পদ্ম শিবিরের নানান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যাবে। এই অ্যাপটি ওয়ান স্টপ প্লাটফর্ম হয়ে উঠবে যার মাধ্যমে বিজেপি কার্যকর্তা এবং সমর্থকরা সমষ্টিগতভাবে দলের বার্তা পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে সমর্থ হবেন।

দলের সোশ্যাল মিডিয়া কর্মীরা কীভাবে কাজ করবেন তারও বিস্তারিত বিবরণ দিয়েছেন শাহ। তাঁর নির্দেশ, ‘চারটি দল গড়তে হবে। একটি দল রাজনৈতিক বিশ্লেষণ করবেন। অন্য একটি দল কনটেন্ট তৈরি করবে। তৃতীয় দল ওইগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবে। চতুর্থ দল মানুষের কাছ থেকে সে বিষয়ে প্রতিক্রিয়া জানবে।’

স্থানীয় ইস্যু, কেন্দ্রীয় প্রকল্পের নানা দিক ও রাজনৈতিক হিংসার বিরোধিতা করে কনটেন্ট তৈরির নির্দেশ দিয়েছেন শাহ। সোশ্যাল মিডিয়ায় দলের প্রচারে ইস্যুভিত্তিক কার্টুন ব্যবহারে জোর দিতে বলা হয়েছে।। এছাড়াও, দলের সভাপতি, প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টুইট, ফেসবুক পোস্ট যাতে মানুষের কাছে পৌঁছানো যায় সেদিকে নজর দিতে হবে। মন্ডল থেকে জেলায় সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ সংখ্যায় আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here