ভারত সেবাশ্রম সঙ্ঘে অমিত শাহ, শ্রদ্ধাজ্ঞাপন প্রণবানন্দজীর মূর্তিতে

0
72

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

স্বরাজ নিয়ে মানুষের চেতনার উদ্রেক করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এই সঙ্ঘ আজও ত্যাগের উত্‍‌কৃষ্ট দৃষ্টান্ত। বৃহস্পতিবার বেলা দশটা পনের মিনিটে কলকাতা ভারত সেবাশ্রম সঙ্ঘের মুখ্য কার্যালয়ে এসে এরকমই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Amit Shah | newsfront.co
ভারত সেবাশ্রমের পক্ষ থেকে অমিত শাহ’র হাতে তুলে দেওয়া হল স্মারক। ছবিঃ বিভাস লোধ

এদিন সকালে ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে সঙ্ঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজীর মূর্তিতে আরতি করে শ্রদ্ধা জানান অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা তথাগত রায়। অমিত শাহকে বেশ কিছু উপহার দেওয়া হয় আশ্রমের তরফে। ভারত সেবাশ্রম সঙ্ঘে বক্তব্য রাখার পাশাপাশি সেখান থেকে বেরিয়েও সংস্থার কাজকে কুর্নিশ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah at Bharat Sevashram | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

তিনি বলেন, ‘জাতি ধর্ম সবকিছুর উপর উঠে কাজ করে গিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে এই ভারত সেবাশ্রম সঙ্ঘের নিবিড় যোগাযোগ ছিল।সন্ন্যাসী কেমন হয়, সেটা বুঝতে গেলে ভারত সেবাশ্রম সঙ্ঘের কাজ দেখতে হবে। আজ এখান থেকে যে চেতনা ও প্রেরণা নিয়ে যাচ্ছি, তা আগামী জীবনে আমায় অনুপ্রাণিত করবে।’

বঙ্গ সফরে এসে বাংলায় টুইট করাটা এখন প্রায় রেওয়াজে পরিণত করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এ দিনও রামকৃষ্ণদেব ও চৈতন্যদেবকে নিয়ে বাংলায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে তিনি লিখেছেন, ‘পরম পূজনীয় শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ঐশ্বরিক শক্তি ও অনন্য ভক্তিবাদের মাধ্যমে মানুষের সঙ্গে ধর্ম আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটিয়েছেন। শুধুমাত্র ভক্তিবাদের প্রচারই করেননি,সঙ্গে জাত-পাত,উচ্চ-নিচ ভেদাভেদের মনোভাব থেকেও দূরে থাকতে শিখিয়েছেন । তাঁর জন্মবার্ষিকীতে জানাই শত কোটি প্রণাম।’

আরও পড়ুনঃ রিমোর্ট কন্ট্রোলে বিস্ফোরণ প্রাথমিক অনুমান, ঘটনার দায়িত্ব রেলের- দাবি মুখ্যমন্ত্রীর

পাশাপাশি শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে টুইটে তিনি লেখেন, ‘সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন। শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ, যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে।’

পরিশেষে ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রসঙ্গে অমিত শাহ টুইটে লেখেন, ‘আমি ভাগ্যবান, যে কলকাতায় এসে ভারত সেবাশ্রম সঙ্ঘের গুরুজনদের থেকে আমি আশীর্বাদ পেলাম। এই স্থানটি মানবতা , নৈতিকতা ও আধ্যাত্মিক অগ্রগতির পীঠস্থান।

আরও পড়ুনঃ মঞ্চে অমিত শাহকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান মহিলার

আমি আপামর যুবসমাজকে স্বামী প্রণবানন্দজীর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ গঠনে তার প্রতিফলন ঘটানোর আহ্বান জানাব।’

ফেব্রুয়ারি মাসে এই নিয়ে দ্বিতীয়বার বাংলায় নির্বাচনী উত্তাপ চড়াতে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতেই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতানেত্রীরা। দু দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

বৃহস্পতিবার সকালে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে অমিত শাহ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এরপর ভারত সেবাশ্রম সঙ্ঘের কর্মসূচি সেরে আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের পথে যাত্রা করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here