ডোনাকে ফোন করে প্রয়োজনে সৌরভকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ অমিতের

0
192

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের অসুস্থতার পরে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে সৌরভের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

Sourav Dona | newsfront.co

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে একদিকে যেমন উদ্বেগে ক্রীড়া জগৎ, তেমনই উদ্বেগ দেখা গিয়েছে দেশের রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে বিসিসিআই সভাপতির খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল সৌরভ ও অমিত শাহকে।

প্রয়োজনে দিল্লি নিয়ে গিয়ে সৌরভের চিকিৎসা করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুনঃ ৪ জানুয়ারি বৈঠক ব্যর্থ হলে পেট্রোল পাম্প-শপিংমল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কৃষকদের

এরপরে কৈলাস বিজয়বর্গীয়র মাধ্যমেই তিনি ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। সৌরভের খোঁজ নেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডোনা।

এদিকে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফোন করে সৌরভের ফোন করে সব রকম সাহায্যের জন্য প্রস্তুত বলে জানান বিজেপি রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ।

চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগজনক কিছু নেই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে। প্রয়োজন হলে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে।

আরও পড়ুনঃ সমগ্র দেশেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সরোজ মণ্ডল ও ডাঃ সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালের সিসিইউ-তে ভর্তি রাখা হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকরা তাঁর অ্যাঞ্জিওগ্রাম করার প্রস্তুতি নিচ্ছেন।

প্রাথমিকভাবে চিকিৎসকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সৌরভের মায়ো কার্ডিয়াক ইনফ্র্যা কশন হয়ে থাকতে পারে। সেই বিষয়ে আরও নিশ্চিত হতে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধমনিতে রক্ত জমাট বেঁধেছে কিনা তা জানার জন্য এই অ্যাঞ্জিওগ্রাম করা হবে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাঞ্জিওগ্রাম করার পর যদি অতিরিক্ত ব্লকেজ দেখা যায় তা হলে তার পরপরই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে। সেটা অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টের ওপরই নির্ভর করছে। অন্য হাসপাতালের চিকিৎসকদের পরামর্শও নেওয়া হচ্ছে। আপাতত তার রক্ত চাপ নিয়ন্ত্রনে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here