শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
গতবছর সেপ্টেম্বর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার বহুল বিতর্কিত তিন কৃষি আইন পাশ করেন সাংসদে ভোটাভুটির মাধ্যমে। তারপর দেশের কৃষক সমাজ উত্তাল হয়ে উঠে এই আইনের বিরুদ্ধে। টানা এক বছর বহু কষ্ট, সরকার পক্ষের যাতনা সহ্য করে এই আইন বাতিলের দাবিতে রাস্তায় পড়ে থাকেন। শেষ পর্যন্ত কৃষকদের হার না মানা মানসিকতার কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় সরকার।
গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা বলেন। এরপর মন্ত্রীসভায় বাতিল হয় বিলটি, তারপর সাংসদে বিরোধীদের সম্মতিতে কৃষি আইন বাতিল করা হয়।
সরকার হয়ত ভেবেছিল, এরপর কৃষকরা তাদের আন্দোলন বন্ধ করে ঘরে ফিরে যাবেন কিন্তু শেষ পর্যন্ত কৃষকরা আন্দোলন ছেড়ে যেতে রাজি হয়নি। কারণ কৃষি আইন বাতিলের পাশাপাশি তাদের দাবি ছিল ফসলের নূন্যতম সহায়ক মূল্য বেঁধে দিতে হবে। সেই দাবির পাশাপাশি আরও একাধিক দাবি নিয়ে আন্দোলনরত আছেন তারা। সেই সমস্ত দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষাণ মোর্চা।
আরও পড়ুনঃ বিজেপি বিরোধিতায় মমতার প্রশংসা, তবে কংগ্রেস ছাড়া বিরোধী জোটে তৃনমূল বিরোধী শিবসেনা মুখপাত্র
শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে কৃষকদের সাথে আলোচনায় বসার জন্য খোদ ময়দানে নামলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত্রে কৃষকদের সাথে আলোচনায় বসার জন্য কৃষক আন্দোলনে জড়িত নেতাদের ফোন করেন অমিত শাহ। ইতিমধ্যে সরকারের সাথে আলোচনায় বসার জন্য কৃষকরা পাঁচ সদস্যের একটি প্যানেল তৈরি করেছেন।
আরও পড়ুনঃ প্রয়াত হিন্দি সাংবাদিকতার জগতে প্রবাদ প্রতিম বর্ষীয়ান সাংবাদিক বিনোদ দুয়া
কৃষক নেতা যুধাধির সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “অমিত শাহ গতকাল আমাকে ফোন করেছিলেন। তিনি বলেন আইন প্রত্যাহার করে নিয়েছেন সরকার। এই ইস্যু টাকে সরকার খুব গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন তিনি। সরকারের সাথে কথা বলার জন্যে একটি কমিটি তৈরি করতে বলেছেন। আমরা সেই কমিটি তৈরি করে ফেলেছি।” এছাড়াও তিনি বলেন, সরকারের সাথে আমাদের নায্য দাবিগুলো নিয়ে আলোচনা ফলপ্রসূত হলে, আমরা আন্দোলন প্রত্যাহারের কথা ভাববো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584