ক্ষুদিরামের বাংলায় অমিত শাহের ঠাঁই নাই- মেদিনীপুর জুড়ে পোস্টার ডিএসও’র

0
109

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের সভাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক চাপানউতোর চলছে ঠিক তখন মেদিনীপুর শহর ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দেখা গেল অন্য এক চিত্র।

poster | newsfront.co
নিজস্ব চিত্র
amit shah's poster | newsfront.co
নিজস্ব চিত্র

ছাত্র সংগঠন ডিএসও’র নামে মেদিনীপুরের উল্লেখযোগ্য স্থানগুলোর দেওয়ালে দেওয়ালে দেখা গেলো ‘অমিত শাহ গো ব্যাক’র পোস্টার।পোস্টারে বলা হয়েছে, বিদ্যাসাগর, ক্ষুদিরামদের মাটিতে দাঙ্গাবাজ,কৃষক নিধনকারীদের ঠাঁই নাই।

aidso | newsfront.co
নিজস্ব চিত্র
against amit shah | newsfront.co
নিজস্ব চিত্র

একই পোস্টার দেখা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা,সবং,রেল শহর খড়্গপুরেও।এই সম্পর্কে ডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন, “যে মানুষটি দেশের দিল্লীসহ অসংখ্য সাম্প্রদায়িক দাঙ্গার নায়ক, যাদের পূর্বসূরিরা ইংরেজদের গোলামী করেছে, বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে, মুচলেখা লিখে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সম্প্রতি আমাদের অন্নদাতা কৃষকদের ওপর লাঠি, টিয়ারগ্যাস,জলকামান চালাচ্ছে সেই নেতাকে এই বিদ্যাসাগরের মাটিতে, ক্ষুদিরামের মাটিতে স্থান দেওয়া যায় না।

posters | newsfront.co
নিজস্ব চিত্র
amit's poster | newsfront.co
নিজস্ব চিত্র

আমরা ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসও৷ এদের বিরুদ্ধে শুধু রাজনৈতিক নয় সাংস্কৃতিক দিক থেকেও লড়াই করছি।

আরও পড়ুনঃ লক্ষ্য বঙ্গ ক্ষমতা! ক্ষুদিরাম বসুর পরিবারের সাথে কথা অমিতের

বিজেপির বিভেদকামী সংস্কৃতির পাল্টা যেটা বিদ্যাসাগর, শরৎচন্দ্র, সুভাষ বোসরা বহন করে ছিলেন সেই সংস্কৃতি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, আমরা আশাবাদী কারণ জয় সত্যেরই হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here