নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরে সভায় যাওয়ার আগে কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ করবেন।
সেই কথা মতোই মেদিনীপুরের বালিজুরিতে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ সহ কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষরা।
এদিনের মধ্যাহ্নভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেনুতে রয়েছে একেবারে বাঙালী খাবার। এক সাধারণ বাঙালী পরিবারে দুপুরের খাবারের যে যে পদ থাকে, সেই দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাবার প্লেট সাজানো হয়েছিল ।
আরও পড়ুনঃ কোলাঘাটে স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
মেনুতে ছিল, স্যালাড, রুটি, লাউ দিয়ে মুগ ডাল, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, টক দই, সুক্ত, পোস্ত দিয়ে খসলা শাক, ভাত, উচ্ছে ভাজা এবং ফুলকপির তরকারি প্রভৃতি।
কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজ সারার পর মেদিনীপুরের সভার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584