উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
২৪ ডিসেম্বর বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কিনা তেরো দিন আগে এখনও নিশ্চিত করে প্রধানমন্ত্রীর দফতর। তার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৯ ও ২০ ডিসেম্বর বাংলা সফরের আসছেন বলে বিজেপি সূত্রের খবর।
একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় নিজের দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে হেনস্থা মেনে নিতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ পত্রটি স্বরাষ্ট্রমন্ত্রীর আধিকারিকদের মাধ্যমে তদন্ত করবেন বলে খবর।
এবিষয়ে অমিত শাহ একের পর এক টুইট করে বলছেন, “ আজ বাংলায় বিজেপি-র সভাপতি জেপি নাড্ডাজির উপর আক্রমণ খুব নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই হিংসার জন্য বাংলার সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের জবাব দিতে হবে।“
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলে ওঁর সম্মানই বাড়বে- সাংবাদিক সম্মেলনে তোপ রাজ্যপালের
এরই সঙ্গে ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহেই কি ভোট হতে চলেছে কলকাতা পুরসভায়? এরকম একটি জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনা এবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই দুই দিনের রাজনৈতিক সফরের কথা প্রকাশের পর আরও জোড়াল হল বলে খবর।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী
সূত্রের খবর, আগামী ১৭ডিসেম্বর সুপ্রিম কোর্টে এমনই প্রস্তাব দিতে চলেছে নির্বাচন কমিশন। আর সেই ইনিংসেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, নাড্ডার সফরের পর চলতি মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ। ১৯-২০ তারিখ দলীয় কর্মসূচিতে যোগ দেবেন জানা গিয়েছে, অংশ নেবেন দলের তিনটি আলাদা কর্মসূচিতে। দলীয় সূত্রে খবর, অমিত শাহ যেতে পারেন জেলা সফরেও।
আরও পড়ুনঃ শুরুর আগেই ধাক্কা! মিম থেকে দলবদলে তৃণমূলে যোগ
একুশেই মেগা ফাইনাল। ফুটছে বাংলা। নেতাদের বাগযুদ্ধ। জনতার প্রত্যাশা। হরেক রঙ্গে ভোটের সাতকাহন চলছেই। রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে। গত বুধবার দু-দিনের রাজ্য সফরে আসেন জেপি নাড্ডা। তার যাত্রাপথে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কখন কালো পতাকা, কখনও কনভয়ে হামলার অভিযোগ ওঠে।
এর আগে নভেম্বর মাসের শুরুতেই রাজ্যে আসেন অমিত শাহ। দু’দিনের বঙ্গ সফরে এসে অমিত শাহ যান বাঁকুড়ায়। বৃহস্পতিবার বীরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে সফর শুরু করেন তিনি। দুপুরের খাবার খান এক আদিবাসী পরিবারের বাড়িতে। সফরের দ্বিতীয় দিনে বাগুইআটিতে মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584