বারোই জানুয়ারিতে তিন দিনের বঙ্গ সফরে ফের কলকাতায় আসছেন অমিত শাহ

0
67

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ডিসেম্বরের পর জানুয়ারিতেও। ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আবার বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিনই তাঁর হাওড়ায় জনসভা করার কথা বলে সূত্রের খবর।

amit shah | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

কিছুদিন আগেই দু-দিনের বাংলা সফর সেরে দিল্লি ফিরেছেন অমিত শাহ। সে বার সফরের প্রথমেই উত্তর কলকাতায় স্বামীজির বাড়ি গিয়েছিলেন তিনি। তারপর তিনি মেদিনীপুর ও বোলপুরে এসেছিলেন। তবে এবার তিনি কতদিন এ রাজ্যে থাকবেন বা কী কী কর্মসূচি থাকছে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, গতকাল, সোমবারই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ জানুয়ারি দিনটি বিশেষ ভাবে পালন করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে একটি কমিটি তৈরির কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ ট্যাব কেনার টাকা সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

“আজ আমার সৌভাগ্যের দিন, আনন্দের দিন।” দুদিনের রাজ্য সফরের প্রথম দিনে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে ঘুরে শ্রদ্ধাজ্ঞাপনের পর বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা সেই জায়গা, যেখানে ভারতের সবচেয়ে তেজস্বী পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন।

ভারতের বিশ্বজয়ের সূচনা করেছিলেন তিনি। শিকাগো ধর্ম সম্মেলনে একটা কথাতেই সারা বিশ্বে সনাতন ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন স্বামীজি। ভারতের দর্শন সারা বিশ্বে ছড়িয়েছিলেন। তাঁর সেই ভাবাদর্শ মেনেই আমরা পথ চলি। সরকার পরিচালনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

আরও পড়ুনঃ শাহের অভিযোগ মিথ্যার বেসাতি, পরিসংখ্যান দিয়ে দাবি সৌগতর

একইসঙ্গে অমিত শাহ আরো বলেছিলেন, তিনি আধ্যাত্মিকতার সঙ্গে আধুনিকতাকে মিলিয়ে দিয়েছিলেন। তাই বিবেকানন্দ এখনও প্রাসঙ্গিক। এর আগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন,’আগামী মাসেই অমিত শাহ এরাজ্যে আসবেন।চলতি মাসে দুদিন ছিলেন এরাজ্যে। আগামী মাসে তিনদিন থাকবেন রাজ্যে।’

যদিও ভোটের আগে বারংবার বঙ্গসফরকে তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। স্বামী বিবেকানন্দের জন্মদিন স্রেফ উপলক্ষ বলেই মন করছেন তাঁরা। অন্যদিকে জানা গেছে আগামী মাসে হাওড়ার পর বীরভূমে যেতে পাড়েন তিনি। সেখানে তারাপীঠ মন্দিরে পুজো দিতে পাড়েন বিজেপির কেন্দ্রীয় এই নেতা। বিজেপি সূত্রে জানা গেছে বীরভূমের একটি জনসভা করবেন অমিত শাহ।

আরও পড়ুনঃ বুধবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিঃ মুখ্যমন্ত্রী

যদিও কোথায় জনসভা হবে তা এখনও ঠিক হয়নি বলে বিজেপি সূত্রের খবর। সেখানেও থাকবে বড়সড় বিজেপিতে যোগদান পর্ব। জেলার এক মন্ত্রীর সঙ্গে এক জনপ্রিয় সাংসদ নিজেদের দলত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পাড়েন।

এবিষয়ে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা বলেন,’আমাদের কাছে কোনও খবর নেই। সাংসদ বিধায়কদের যোগদান পর্ব দিল্লি নেতৃত্ব ঠিক করছেন। আবার বলছি ডিসেম্বরের পর গোটা দলটাই উঠে যাবে। শুধু পিসি ভাইপো পড়ে থাকবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here