নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানী। পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবারই গভীর রাতে বিজেপির সভাপতি জে পি নাড্ডার বাসভবনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

প্রধানমন্ত্রী মোদীর বরাভয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আশ্বাস কোন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিক্ষোভ। রাজধানীর বুকে দাবি আদায়ে অনড় কৃষকদের এই আন্দোলন মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে কেন্দ্রের।
আরও পড়ুনঃ রাজধানী ঘেরাও করার ডাক কৃষকদের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা কৃষক সংগঠনগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে সমস্ত ইস্যুগুলি ৩ ডিসেম্বর বিজ্ঞান ভবনে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের বৈঠকে সামনে আনা হবে।
আরও পড়ুনঃ সবাই সন্ত্রাসবাদী, ভারতীয় কী শুধু বিজেপি কর্মীরা- প্রশ্ন মুফতির
চিঠিতে এও বলা হয়েছে যে, দিল্লির বাইরে বুরারি মাঠে জমায়েত হোন। আপনারা সহযোগিতা করলে তবেই বৈঠক ফলপ্রসু হবে। যদিও কৃষকরা বুরারি মাঠে যেতে অস্বীকার করেছে। তাঁদের তরফে বলা হয়েছে “বুরারি মাঠ আসলে খোলা কারাগারের মত। আমরা সেখানে যাব না। ”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584