শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সকাল থেকে নর্থ ব্লকে ধর্না চালিয়ে যাওয়ার পরে অবশেষে সোমবার বিকেলে নিজের বাসভবনে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তৃণমূল সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক আপাতভাবে সফল, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন যে, ত্রিপুরায় আর হিংসার ঘটনা ঘটবে না।
এদিন বিকেল ৪ টের সময় নিজের বাসভবনেই তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় দেন অমিত শাহ। অমিত শাহর কাছে ত্রিপুরা ইস্যুতে স্মারকলিপিও জমা দিয়েছেন তৃণমূল সাংসদরা। বৈঠক শেষে তৃণমূল সাংসদরা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, ত্রিপুরায় আর হিংসা হবে না। তৃণমূল সূত্রের খবর, অমিত শাহ বৈঠকে জানিয়েছেন, তিনি অপর পক্ষ অর্থাৎ, ত্রিপুরা প্রশাসনের বক্তব্যও শুনবেন এই বিষয়ে। দুই পক্ষের বক্তব্য শোনার পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।
আরও পড়ুনঃ এসএসসি-র গ্রুপ ডি পদে নিয়োগের দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
তৃণমূলের প্রায় ১৫ সাংসদের প্রতিনিধি দল গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে। তাঁদের মধ্যে ছিলেন সৌগত রায়, শান্তনু সেন, দোলা সেন, কল্যান বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার সহ অন্যান্য সাংসদরা। উল্লেখ্য, আজই আদালত অবমাননার অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সেই মামলা গৃহীতও হয়েছে সুপ্রিম কোর্টে। আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584