পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্পে রাত কাটালেন অমিত শাহ, শ্রদ্ধা জানালেন শহিদ জওয়ানদের

0
57

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

তিন দিনের সফরে জম্মু-কাশ্মীর গিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরের দিন তিনি আরও বাড়িয়ে নিলেন। সোমবার পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্পেই রাত কাটালেন অমিত শাহ, যেখানে ২০১৯ সালে পাক মদতপুুষ্ট জঙ্গিদের হামলায় নিহত হয়েছিলেন ৪০ জন জওয়ান। এদিন রাতে অমিত শাহ পুলওয়ামার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। আগেই শাহ নিরাপত্তা কর্মীদের উদ্দেশে বলেছিলেন, যে মোদি সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। তিনি বলেন, “উপত্যকায় পুরোপুরি শান্তি ফিরে না আসা পর্যন্ত আমরা সন্তুষ্ট হব না।”

Amit shah
ছবি সৌজন্যে : ইন্ডিয়া টুডে

সোমবার সিআরপিএফ ক্যাম্পে রাত কাটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে অমিত শাহ সিআরপিএফ জওয়ানদের বলেন, “আমি আপনাদের সঙ্গে একরাত থাকতে চাই। শুধু তাই নয়, আমি আপনাদের সমস্যাগুলি বুঝতে চাই।”

৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে বিগত কয়েক বছরে নিরাপত্তা, আইন-শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানান অমিত শাহ। শুধু তাই নয়, আগামীদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শান্তিপূর্ণ জম্মু-কাশ্মীরের কল্পনা করেছেন, তাও যে সফল হবে, সে ব্যাপারে আশাবাদী তিনি।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের ছোঁবে না ইডি, দাবি বিজেপি সাংসদ সঞ্জয় পাতিলের

এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “উপত্যকায় পাথর ছোড়ার মতো ঘটনা আমরা দেখতে পাব তখনই, যখন আমরা সেই ধরনের ঘটনা খোঁজার চেষ্টা করব। একটা সময় কাশ্মীরে পাথর ছোড়া নিত্যদিনের ঘটনা ছিল। এখন উপত্যকায় সেই ঘটনির খবর খুব একটা পাওয়া যায়না। যদিও এতে আমরা সন্তুষ্ট হচ্ছি না। তাও এগুলো জানিয়ে রাখা ভালো।”

আরও পড়ুনঃ ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়, জ্বর না কমায় ভরতি দিল্লির এইমসে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর কোনও রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ হয়নি। তার জন্য সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন অমিত শাহ। সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে তিনি বলেন, “জঙ্গিদের নিকেশ করে উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করেছেন ভারতীয় সেনা ও সিআরপিএফ বাহিনী। সেই কারণেই বর্তমানে জম্মু-কাশ্মীরে একাধিক উন্নয়ন দেখা যাচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here