লক্ষ্য বঙ্গ ক্ষমতা! ক্ষুদিরাম বসুর পরিবারের সাথে কথা অমিতের

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার মেদিনীপুর কুইকোটা এলাকায় হেলিপ্যাড ময়দানে চপারে করে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দুপুর ১২ টা১৫ মিনিট নাগাদ তিনি হেলিপ্যাড ময়দানে নেমে সেখান থেকে চলে যান মেদিনীপুর শহরের হবিবপুরে।

minister amit shah | newsfront.co
মাল্যদান ৷ নিজস্ব চিত্র

সেখানে তিনি ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন এবং ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ।তাদের শাল ও স্মারক দিয়ে তিনি সম্মান জানান । এরপর তিনি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে গিয়ে পূজা দেন।সেখান থেকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড় মহামায়া মন্দিরে গিয়ে পূজা দেন।

security | newsfront.co
নিজস্ব চিত্র

মন্দির কর্তৃপক্ষ উত্তরীয় স্মারক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে অমিত শাহ কে শ্রদ্ধা জানান। এরপর তিনি বালিজুড়ি গ্রামে সনাতন সিংয়ের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন। সেখান থেকে চলে আসেন মেদিনীপুর কলেজ মাঠের সভায়। অমিত শাহ তার ভাষণে বলেন ক্ষুদিরাম বসুর অবদান ছিল দেশের স্বাধীনতা আন্দোলনে।

people | newsfront.co
নিজস্ব চিত্র

তাই তাঁর এই পুণ্য জন্মভূমি মেদিনীপুরের মাটিকে আমি প্রণাম জানাই। তিনি বলেন মেদিনীপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের অন্যতম ছিল । অমিত শাহের ওই সফরকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রতিটি এলাকায় বিশাল পুলিশবাহিনী মজুত ছিল ৷

আরও পড়ুনঃ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অমিত শাহের

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার করেন এবং হাত নেড়ে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here