ইয়েদুরাপ্পা কান্ডঃ রাহুলের ‘সব চৌকিদার চোর হ্যায়’-এর বিরুদ্ধে অমিত শাহের পাল্টা

0
110

ওয়েবডেস্কঃ

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরপরই নির্বাচন পূর্ব প্রস্তুতি তুঙ্গে। সঙ্গে বিজেপি ও বিরোধীদের পারস্পরিক আক্রমণ আরও জোরালো হচ্ছে । কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফাল মামলায় দুর্নীতির অভিযোগ তুলে মোদির বিরুদ্ধে “চৌকিদার চোর হ্যায়” স্লোগান তুলে মোদী তথা বিজেপিকে আক্রমণ করেছিলেন ।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটার অ্যাকাউন্টের নাম বদলে “চৌকিদার নরেন্দ্র মোদি” রাখেন ।এরপরই মোদির এই পথ অনুসরণ করেছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব । তাঁরাও তাদের টুইটারে নিজেদের নামের আগে চৌকিদার শব্দটি ব্যবহার করেছেন । আর ব্যাস এতেই গোটা দেশজুড়ে বিজেপি নেতা কর্মীদের নামের আগে চৌকিদার শব্দটি নিয়ে হুজুক উঠে গেছে ।

আর এবার দা ক্যারাভান এর পেশ করা রিপোর্টকে সামনে রেখে বিজেপি নেতৃত্বদের আক্রমণ করলেন রাহুল গান্ধী । ওই রিপোর্টে দাবি করা হচ্ছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এ ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের ১৮০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন । এ প্রসঙ্গে রাহুল গান্ধী টুইটারে মন্তব্য করেন ” বিজেপির সব চৌকিদার চোর।”

প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেসের দাবি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার একটি ডায়েরি রয়েছে আয়কর দপ্তর এর হাতে। ওই ডায়েরিতে বিজেপির শীর্ষস্থানীয় বেশকিছু নেতৃত্বের নাম রয়েছে।

এদিকে রাহুল গান্ধীর এই ” সব চৌকিদার চোর হ্যায় ” মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব অমিত শাহ । তিনি তাঁর টুইটারে রাহুল গান্ধী তথা কংগ্রেসকে আক্রমণ করে লিখেছেন, ” সমস্ত জাল প্রচার ধ্বংস হয়ে গেছে তাই হতাশা এখন জালিয়াতির উপর নির্ভর করছে । কংগ্রেসের প্রচারাভিযান ব্যর্থ । এমনকি কোনও জালিয়াতিও তাদেরকে রক্ষা করতে পারবেন না। ”

আরও পড়ুনঃএবার নিষিদ্ধ জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট

এরপরই রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন “কংগ্রেসের মন্ত্রীর দেওয়া কিছু আলগা কাগজ রাহুল গান্ধীর নেতৃত্ব দেওয়ার দক্ষতার মতো বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here