নতুন করে টেস্ট-ই হয়নি অমিত শাহর জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রথমবার করোনা টেস্টের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নতুন করে করোনা টেস্টই হয়নি জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। প্রসঙ্গত উল্লেখ্য রবিবার বেলা ১২টা নাগাদ এক টুইট বার্তায় দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি জানান, ‘ দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

Amit Shah | newsfront.co
অমিত শাহ। ফাইল চিত্র

কোন কোন অংশ থেকে দাবি করা হয় শাহের সবে মাত্র প্রথম টেস্ট নেগেটিভ এসেছে, দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। অমিত শাহের রিপোর্টে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতির মধ্যেই নিজের টুইট ডিলিট করে বিজেপি নেতা মনোজ।

আরও পড়ুনঃ একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪৩৯৯, মারা গেলেন ৮৬১ জন

গত রবিবার ২ আগষ্ট অমিত শাহ নিজেই এক টুইট বার্তায় তার করোনা পজিটিভ তা জানান। সেদিন থেকে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি যদিও সেখান থেকে নিয়মিত ভাবে বিভিন্ন বিষয়ে টুইট করছেন তিনি। আজ সকালেও অন্ধ্রপ্রদেশের কোভিড সেন্টারে আগুন লাগার বিষয়-সহ একাধিক টুইট করেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here