সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
‘তীর্থক্ষেত্রের অবস্থা দেখে খারাপ লাগছে।’ গঙ্গাসাগরে পৌঁছে এমনটাই জানালেন অমিত শাহ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফরে এলেন অমিত শাহ।

এদিন সকালে কলকাতার আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর একটা নাগাদ সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেন তিনি।
এরপর সাংবাদিকদের সামনে আসেন অমিত। বলেন, সৌভাগ্যর দিন আজ আমার, কপিলমুনির মন্দিরের ঐতিহ্য অনেক দিনের। তাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।
আরও পড়ুনঃ নামখানায় টোটোয় চড়ে মৎস্যজীবীর বাড়িতে পৌঁছে মধ্যাহ্নভোজ অমিত শাহর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সংস্কার হবে, মোদির নেতৃত্বে ক্ষমতায় এলে গঙ্গার শুদ্ধকরণের কাজ হবে বলে তিনি জানান।
গঙ্গাসাগর ও কপিলমুনি আশ্রমের অবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। বলেন, তীর্থক্ষেত্রের অবস্থা দেখে খারাপ লাগছে, ক্ষমতায় এলে সব পর্যটন প্রকল্প নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584