মঞ্চ থাক, ঠাকুরনগরে সভা হবে! কৈলাস বিজয়বর্গীয় – শান্তনু ঠাকুরকে ফোনে জানালেন অমিত শাহ

0
82

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে বিজেপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও রানাঘাটের সাংসদ শান্তনু ঠাকুরকে জানিয়ে দেন,’ঠাকুরনগরে মঞ্চ যেমন বাধা আছে, থাক। চব্বিশ-ছাব্বিশ ঘণ্টার নোটিশে ওখানে গিয়ে সভা করব।’

amit shah | newsfront.co
ফাইল চিত্র

দিল্লিতে বিস্ফোরণ হওয়ায় আন্তর্জাতিক সমস্যায় পড়ে ভারতীয় প্রশাসন। এজন্য বাতিল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। ফলে সকলের মনেই প্রশ্ন, এই দু’দিনে বিজেপির যা কর্মসূচি ছিল সেগুলি কী হবে। প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্ক থেকে শনিবার দিলীপ ঘোষ জানালেন, “রবিবার ডুমুরজলার অনুষ্ঠান হবে। আসবেন কেন্দ্রের কোনও নেতা। তবে কে আসবেন তা আজ জানাবে দিল্লি।”

আরও পড়ুনঃ দিল্লি যাত্রা ‘বেসুরো’ রাজীবের

অন্যদিকে শনিবার ঠাকুরনগরে সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক ও রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি মুকুল রায়। সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন,’এই মাত্র অমিত শাহ কৈলাসজি ও শান্তনু ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, ঠাকুরনগরে মঞ্চ যেমন আছে তেমনই থাক। দেশ সবার আগে। ঠাকুরনগরে সভা হবে। তিনি চব্বিশ – ছাব্বিশ ঘণ্টা আগে জানিয়ে দেবেন কখন এই সভা হবে। সভা করার প্রস্তুতি যেন থাকে।’

সাংসদ শান্তনু ঠাকুর বলেন,’স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে আমাকে বলেছেন উনি আসছেন। বিশেষ পরিস্থিতি তৈরি হওয়ায় উনি আজ মতুয়াদের সভায় উপস্থিত থাকতে পারেননি।’ শুক্রবার রাত ১১ টায় কলকাতায় পৌঁছানোর কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণের কারণে আপাতত বাতিল করে দেওয়া হয় তাঁর বঙ্গ সফর। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা হতাশ হয়ে পড়েন।

মনোবল ফেরাতে সঙ্গে সঙ্গেই বিজেপির তরফে জানানো হয় শনিবার না হলেও রবিবারের অনুষ্ঠানে হাজির থাকবেন কোনও কেন্দ্রীয় নেতা। তিনি হতে পারেন জেপি নাড্ডা, রাজনাথ সিং অথবা যোগী আদিত্যনাথ। শনিবার এবিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “অমিত শাহের পরবর্তী বঙ্গ সফরে মতুয়াদের সঙ্গে দেখা করবেন তিনি। শনিবারের যাবতীয় কর্মসূচিই সেই সময় হবে। তবে রবিবারের যোগদান মেলা ও সভা হবে। থাকবেন কোনও এক কেন্দ্রীয় নেতা।”

আরও পড়ুনঃ অমিত শাহের পূর্ব ঘোষিত বাংলা সফর বাতিল

যদিও কে থাকবেন তা খোলসা করেননি দিলীপ ঘোষ। এদিন দুপুরে বিজেপি সূত্রে জানা গেছে, ডুমুরজলার সভায় আসছেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি।তবে শনিবার ঠাকুরনগরে যান কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। তবে শুক্রবারের পর শনিবারও চমকের ইঙ্গিত দেন দিলীপ। বলেন, “সবচেয়ে বড় চমক হবে ২৩ মে-এর পর”, ঠিক কোন চমকের কথা বলছেন দিলীপ? তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, জানা যাচ্ছে, নয় ও দশ ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। তখন তিনি যোগ দেবেন বিজেপির রথ যাত্রায়। তবে প্রথমেই যাবেন ঠাকুরনগরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here