উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আগামী দুই ও তিন মার্চ ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তাঁর লক্ষ্য কলকাতা মহানগরীর সতেরটি আসন। গত ষোল মার্চ সরস্বতী পুজোর দিন বাংলা সফর শেষ করে দিল্লি ফিরে গিয়েছিলেন। একই সঙ্গে আগামী আঠাশ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপর আগামী সাত মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশ। এই জনসভায় বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর।
তাই প্রধানমন্ত্রীর আঠাশ ফেব্রুয়ারি ও সাত মার্চ এই দুবার আসার মাঝেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগামী দুই-তিন মার্চ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জন সিং বলেন, “দুই ও তিন ফেব্রুয়ারি দুই দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর সফর ইতিমধ্যেই চুড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার প্রস্তুতি নিতে দুই জেলা সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।“
তিনি কলকাতা উত্তরে রোড-শো করবেন। দ্বিতীয় দিনে তিনি রোড-শো করবেন দক্ষিণ কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূর্গ ভবানীপুরেও রোড-শোতে অংশ নেবেন অমিত শাহ। উত্তর কলকাতায় টালা থেকে চৌরঙ্গী এবং দক্ষিণ কলকাতায় রাসবিহারী থেকে রবীন্দ্রসদন পর্যন্ত রোড-শো করবেন অমিত শাহ।
বিজেপির সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ কলকাতায় বিজেপির সংগঠন খুবই দুর্বল। আর এই দুই কলকাতা জেলা মিলিয়ে মোট সতেরটি বিধানসভার আসন রয়েছে। সেই ফলাফল অনুযায়ী সব কটি আসনই তৃণমূলের দখলে। তবে দু’হাজার উনিশ লোকসভা ভোটের নিরিখে বিধানসভা নির্বাচনের নিরিখে উত্তর কলকাতায় দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি। একটি শ্যামপুকুর ও অপরটি মানিকতলা। আর দক্ষিণ কলকাতায় একমাত্র রাসবিহারী কেন্দ্রে পাঁচ হাজার তিনশো মতো ভোটে এগিয়ে ছিল বিজেপি।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা ভারতের নির্বাচন কমিশনের
দক্ষিন কলকাতায় রয়েছে, বালিগঞ্জ, টালিগঞ্জ, কসবা, রাসবিহারী, ভবানীপুর, বেহালা পূর্ব পশ্চিম যাদবপুর, পোর্ট আর মেটিয়াবুরুজ বিধানসভা। আর উত্তর কলকাতায় রয়েছে কাশীপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, চৌরঙ্গি, বেলডাঙা আর এন্টালি বিধানসভা আসন। এর মধ্যে বেশ কিছু বিধানসভা আসন রয়েছে সেগুলি তৃণমূলের দুর্গ বলা চলে। তাই বিধানসভা নির্বাচনের অনেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহকে দিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বঙ্গ বিজেপি।
আরও পড়ুনঃ বালুরঘাটে বড় খেলার হুঁশিয়ারি রাজনাথের
বিজেপির সূত্রে খবর, দু’ তারিখ রাতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দলের কোর কমিটির সঙ্গে একটি বৈঠকও করবেন শাহ। সেই বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ গোটা কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন । অমিত শাহের কর্মসূচির বিষয়ে দক্ষিণ কলকাতা বিজেপি সভাপতি শংকর শিকদার বলেন,” আমরা রাজ্য অফিস মারফত খবর পেয়েছি। ইতিমধ্যেই আমরা এলাকার সব বিধানসভার বুথ কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। অমিত শাহের দক্ষিণ কলকাতার কর্মসূচি নিয়ে খুব সিরিয়াস ভাবে চিন্তাভাবনা করছি। এই কর্মসূচি যাতে সফল হয়, তার জন্য সর্বশক্তি নিয়োগ করবে এলাকার প্রতিটি বিজেপি কর্মী ও সমর্থক।“ তবে উত্তর কলকাতার জেলা সভাপতি শিবাজি সিংহ রায়ের গলায় অন্য সুর। ফোনে বলা হল দাদা ব্যস্ত। তারা সেভাবে কোনো খবর পাননি। কদিন আগে তৃণমূল দুষ্কৃতীদের হামলায় জখম হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শিবাজি সিংহ রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584