৩০শে জানুয়ারি ইসকনে আসছেন অমিত শাহ

0
92

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আগামী ৩০শে জানুয়ারি মায়াপুর ইসকনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বেলা দশটা পঁয়তাল্লিশে মায়ানমারের হেলিপ্যাডে নামবেন। ইসকন সূত্রে এখবর পাওয়া গেছে। এদিন তিনি ইসকন মন্দিরের মধ্যে এসে বিভিন্ন মন্দির (রাধামাধব, চৈতন্য মহাপুরুষ, পঞ্চতত্ত্ব মন্দির) পরিদর্শন করবেন। সমাধি প্রেক্ষাগৃহে বিভিন্ন মঠ, মন্দিরের প্রধানের সঙ্গে চৈতন্য মহাপুরুষের উপর আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন। মধ্যাহ্নে ইসকনে ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন।

amit shah | newsfront.co
ফাইল চিত্র

এরপর দুপুর দুটো পনেরো মিনিটে ইসকন থেকে হেলিকপ্টারে তিনি ঠাকুরনগরের দিকে যাত্রা করবেন বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে জোরকদমে প্রস্তুতি চলছে ইসকনে, ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়েছে। সোমবার ইসকনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস বলেন,’আগামী ৩০শে জানুয়ারি ইসকনের হেডকোয়ার্টাস মায়ানমারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মায়াপুর হেলিপ্যাডে তিনি দশটা পঁয়তাল্লিশে নামবেন। সেখান থেকে তিনি ইসকনের বিভিন্ন মন্দির দর্শন করবেন।

আরও পড়ুনঃ কালীঘাটে পোড়া টাকা উদ্ধারে, নাম না করে অভিষেককে আক্রমণ দিলীপের

সমাধি প্রেক্ষাগৃহে চৈতন্য মহাপুরুষের ওপর একটি আলোচনা সভায় তিনি আলোচনা করবেন। ইসকন মন্দিরে অমিত শাহকে স্বাগত জানাবেন গুরুত্বের ছাত্ররা।সঙ্গে থাকবে ইসকনের দুটি সুসজ্জিত হাতি। ভক্তদের সঙ্গে বসে ইসকনের প্রসাদ গ্রহণ করবেন অমিত শাহ।দুপুর দুটো পনের মিনিটে হেলিকপ্টারে ফিরে যাবেন তিনি।’ বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সহ সভাপতি গৌতম পাল বলেন,’এটি দলীয় কর্মসূচি নয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই ইসকনে আসছেন অমিত শাহ। তবে দলীয় কর্মসূচি এখনও কিছু ঠিক করা হয়নি।’ প্রশাসন সূত্রে জানা গেছে, এ ব্যাপারে সরকারি বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here