নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার মেদিনীপুর সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবাস খাসজঙ্গলের কাছে হেলিপ্যাডে অবতরণ করবে তাঁর কপ্টার। সেখান থেকে প্রথমেই তিনি যাবেন, মেদিনীপুরের ‘অগ্নিশিশু’ বিপ্লবী ক্ষুদিরাম বসু’র জন্মভিটে হিসেবে পরিচিত মেদিনীপুর শহরের হবিবপুরে।
আরও পড়ুনঃ কেন্দ্রকে নয়া কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ সুপ্রিম কোর্টের
শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে, তিনি হবিবপুরের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী কালীমন্দিরে প্রণাম করে, রওনা দেবেন শালবনীর কর্ণগড়ের উদ্দেশ্যে। চূয়াড় বিদ্রোহের নেত্রী মেদিনীপুরের রাণী শিরোমণির গড় হিসেবে বিখ্যাত কর্ণগড়ে অবস্থিত, মহামায়ার মন্দির দর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে দুপুর ১২ টা নাগাদ বেরিয়ে মন্দির সংলগ্ন, বালিজুড়ি এলাকার কৃষক সনাতন সিংয়ের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বভাবতই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজনকে কেন্দ্র করে, ইতিমধ্যে ওই গ্রামে সাজো সাজো রব!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584