নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলার অনুন্নয়নকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন অমিত শাহ। এবার রীতিমত পরিসংখ্যান দিয়ে শাহের অভিযোগ ভিত্তিহীন দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

রাজ্য সফরে এসে বোলপুরে বাংলার ক্রমহ্রাসমান জিডিপি, শিল্পে অনগ্রসরতা, শিক্ষা-সড়ক নির্মাণের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দায়ী করেন মমতা সরকারকে। সে বক্তব্যকে ইতিমধ্যেই ‘গারবেজ অফ লাই’ বলে নস্যাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংসদ সৌগত রায় রাজ্যের শিল্পন্নতি প্রসঙ্গে বিজেপি শাসিত তিন রাজ্যের সঙ্গে তুলনা করে বলেন, ‘গত ১০ বছরে বাংলার জিডিপি ৫৩ শতাংশ বেড়েছে। শিল্পখাতে উৎপাদনে এই বৃদ্ধির হার ৬০ শতাংশ বেশি। শিল্প বৃদ্ধির হারের নিরিখে দেশের বাংলার স্থান পঞ্চম।’
আরও পড়ুনঃ অমিত শাহকে বঙ্গ রাজনীতি নিয়ে পড়াশোনার নিদান মুখ্যমন্ত্রীর
পাট শিল্পের করুণ দশা নিয়েও প্রশ্ন তোলেন শাহ। জবাবে তৃণমূল সাংসদের দাবি,”পাট শিল্পে বাংলা এগিয়ে। সব মিল খোলা রয়েছে। এই শিল্পকে আরও চাঙ্গা করতে রাজ্য সরকার ৬০ কোটি পাটের ব্যাগ কেনার সিদ্ধান্ত নিয়েছে। চাল কেনার জন্য এই পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়ছে।“
তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, “পরিষেবা ক্ষেত্রে ৬২ শতাংশ বৃদ্ধি হয়েছে। রাজ্যে বিদেশি বিনিয়োগ ২৪ গুণ বেড়েছে।“ রাস্তা ও বিদ্যুৎ পরিষেবা বিষয়ে শাহের কটাক্ষকে উড়িয়ে দিয়ে সৌগতবাবু বলেন, “১১১৮ কিমি গ্রামীণ রাস্তা হয়েছে। ৯০ লক্ষ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছেছে। ১০০ শতাংশ বিদ্যালয়ে বিদ্যুৎ পৌঁছেছে।“
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের মধ্যেই আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
তৃণমূল আমলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাও ভাল হয়েছে বলে জানান সৌগত রায়। তাঁর দাবি, “স্বাস্থ্যসাথীর সুফল পেয়েছে ১.৪ কোটি পরিবার। হাসপাতালে শয্যার সংখ্যা বৃদ্ধিতে বাংলা সর্বোচ্চ স্থানে রয়েছে। নার্সের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ।“ এছাড়াও পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অপরাধ কমেছে বলে জানান তিনি।
ভোটের আগে ধারাবাহিকভাবে মিথ্যা বলে বাংলাকে হেয় করাই বিজেপির একমাত্র লক্ষ্য বলে দাবি করেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুনঃ প্রশান্ত কিশোর মমতার টিউটরঃ মাফুজা
বাংলার উন্নয়ন নিয়ে অসত্য বলার জন্য সোমবারই অমিত শাহকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “অমিত শাহজিকে বলতে চাই, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী,কিছু যাচাই না করে আপনার দলের কর্মীদের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে কথা বলা আপনাকে মানায় না, বিজেপি একটা চিটিংবাজ দল, সব ‘গারবেজ অফ লাই’ ।
শাহের অভিযোগ প্রসঙ্গে এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আজ শুধু দুটো কথা বলব। উনি বলেছেন, শিল্পে আমরা জিরো, আমরা এমএসএমই-তে ১ নম্বর। উনি বলেছেন, আমরা গ্রামীণ রাস্তা তৈরি করিনি,আমরা এতেও ১ নম্বর। এই তথ্য কেন্দ্রীয় সরকার ই শেয়ার করেছে।“ এ প্রসঙ্গে আজ, মঙ্গলবার প্রমাণ সহকারে বিশদে জবাব দেবেন বলে গতকালই নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584