নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
২০২১-এর বিধানসভা ভোটের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। করোনা আবহে ভার্চুয়াল জনসভা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিহারের বিধানসভার ভোট দল মজবুত করতে রবিবার ভার্চুয়াল জনসভা করলেন গেরুয়া শিবিরের ‘চাণক্য’ অমিত শাহ। ইউটিউব, ফেসবুক সহ নানান অ্যাপের মাধ্যমে ৭২ হাজার বুথের প্রায় ৫ লক্ষ কর্মী, সমর্থকের কাছে সরাসরি বক্তব্য রাখেন শাহ।
তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার করবে এনডিএ। রবিবার এই ভার্চুয়াল সভা থেকে অমিত শাহ বলেন, “আমি বিশ্বাস করি যে নীতিশ কুমারজির নেতৃত্বে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে সরকার তৈরি করবে এনডিএ। কিন্তু এখন রাজনীতি করার সময় নয়। মোদীজির নেতৃত্বে আমাদের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বিহারে যতদিন আরজেডি ছিল, ততদিন বৃদ্ধির হার ছিল ৩.৯ শতাংশ। নীতিশ কুমারের সময়ে সেই বৃদ্ধির হার পৌঁছেছে ১১.৩ শতাংশে।“
#WATCH Union Home Minister & BJP leader Amit Shah addresses ‘Bihar Jansamvad Rally’ through video conferencing https://t.co/Ej5oZZT7Ay
— ANI (@ANI) June 7, 2020
আরও পড়ুনঃ প্রথম ভারতীয় হিসাবে প্রখ্যাত রিচার্ড ডকিন্স পুরস্কারে সম্মানিত জাভেদ আখতার
তিনি আরও বলেন, “গত ৭০ বছরে যে কাজগুলো করার সাহস করেনি কেউ, দ্বিতীয় মোদী সরকারের প্রথম বছরেই সেই কাজের সমাধান হয়েছে।”
এদিনের ভার্চুয়াল জনসভায় অমিত শাহ বলেন, “সমাবেশের সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে করোনা যু্দ্ধে নেমেছেন তাঁদের শত কোটি প্রণাম জানাই। করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মী, পুলিশ, চিকিৎসক, নার্সের অবদানকে আমি অস্বীকার করছি না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584