অমিতের দাবি ভিত্তিহীন, চিঠির প্রমাণ স্বরাষ্ট্রসচিবের

0
66

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২৪ ঘন্টা আগেই অমিত শাহ দাবি করেছিলেন, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আশানুরূপ সাহায্য করছে না পশ্চিমবঙ্গ সরকার। শ্রমিক স্পেশাল ট্রেন নিজেদের রাজ্যে ঢুকতে দিচ্ছে না। তার জবাবে শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করার সময়ে প্রমাণ সহ স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিগুলিতে দেখা যাচ্ছে, অনেক আগে থেকেই বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল নবান্ন। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ৮ টি ট্রেন এবং ১০০০ বাসের কথাও উল্লেখ করেন তিনি।

Alapan Banerjee | newsfront.co
আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গ সরকার। চিত্রঃ এএনআই

এদিকে শনিবার রাতেই রেলের তরফেও ট্যুইটে প্রাথমিক বিভ্রান্তি ছড়ায়। জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ১৬ টি ট্রেনের দাবি থাকলেও প্রাথমিক ভাবে আজমের এবং এনার্কুলাম থেকে দুটি ট্রেনের সম্মতি পাওয়া গিয়েছে। আরও ৬ টি ট্রেন অনুমোদন পাওয়ার অপেক্ষায়। তার পরের মুহূর্তেই রেল ফের ট্যুইট করে, পশ্চিমবঙ্গ থেকে ৮ টি ট্রেন চালানোর ছাড়পত্র এসেছে, যাতে পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারবেন।

ফলে বিভ্রান্তি দূর হয় পরিযায়ী শ্রমিকদের। আরও জানানো হয়েছে, ৭৩ টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে বিহার, ৮৮ টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ড ও ওড়িশা ১০ টি করে ট্রেন চালানোর অনুমতি দিয়েছে। সারা দেশে মোট ৩০০ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সমস্ত চিঠির প্রমাণ তুলে ধরে বলেন, পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় ফেরাতে আগে থেকেই তৎপর হয়ে কাজে নেমেছে রাজ্য সরকার। অমিত শাহর অভিযোগের ভিত্তি নেই। গত ৩ তারিখ থেকে শুরু হয়েছে চিঠি দেওয়ার কাজ।

letter | newsfront.co

Letters | newsfront.co

কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও রাজস্থান সরকারকে নবান্নের তরফে চিঠি দেওয়া হয়েছিল। তাতে স্পষ্ট উল্লেখ ছিল, পশ্চিমবঙ্গ সরকার সেসব রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে চায়। সেইমতো ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের সময়সূচিও বিস্তারিত জানিয়ে আবেদন করা হয়েছিল যে, সংশ্লিষ্ট রাজ্যগুলি যেন শ্রমিক ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

Letter | newsfront.co

এর পাশাপাশি বিদেশে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের ‘বন্দে ভারত মিশন’এর মাধ্যমে বিমানে ফিরিয়ে আনায় সায় দিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। বিদেশ ফেরত উদ্ধারকারী বিমান এবার নামতে পারবে কলকাতা বিমানবন্দরেই। কেন্দ্র সরকার যদি সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে সব কিছু ঠিক ভাবে সম্ভব হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here