অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মানসিকভাবে বিধ্বস্ত ভারতীয় শিবিরকে চাঙ্গা করতে আসরে নামলেন বিগ বি! প্রথম টেস্টে লজ্জার হারের পর বিধ্বস্ত ভারতীয় শিবির। খারাপ সময়ে শুধু সমালোচনাই নয়, অনেকেই ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে আগামী লড়াইতে উৎসাহ জোগানোর চেষ্টাও করছেন।
এবার টিম ইন্ডিয়ার শুধু পাশে দাঁড়ানোই নয়, ভারতীয় দলকে কার্যত ‘পেপ টক’ দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় বলিউড শাহেনশা লিখেছেন, ‘ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট!! দুশ্চিন্তা করো না টিম ইন্ডিয়া। নিছক একটা খারাপ দিন। আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের সবার জীবনেই খারাপ দিন আসে। তবে ধাক্কার জবাব দেওয়া যাবে কামব্যাকেই।’
আরও পড়ুনঃ ভারতের হারের জন্য পৃথ্বীকে দায়ী করছেন গিলক্রিস্ট
সোশ্যাল মিডিয়ায় এই বার্তার মাধ্যমেই টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছেন অমিতাভ বচ্চন। সিরিজের বাকি ম্যাচগুলিতে ভারতীয় দল যে ঘুরে দাঁড়াবে সেই বিষয়েও আত্মবিশ্বাসী বিগ বি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584