নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
আপনি রাস্তা হারিয়েছেন কখনো? ডানদিক দিয়ে যাবেন, না বাঁদিক দিয়ে গেলে আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন নাকি একেবারে উল্টো রাস্তায় চলে গেছেন। পথের এই জটিল ধাঁধার সমাধান করে আপনার মুঠো ফোনে থাকা গুগল ম্যাপ। তাই তো? এবার ধরুন আপনাকে যদি রাস্তা চেনায় বিগ বি।
তাহলে কেমন হবে ভাবুন তো? হবে না, এটাই হতে চলেছে। এখন থেকে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অন করার পর আপনাকে পথ দেখাবেন অমিতাভ বচ্চন। কোন রাস্তায় গেলে ট্রাফিক জ্যামে পড়বেন আর কোন রাস্তায় গেলে ট্রাফিক জ্যাম এড়িয়ে সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন, সেই বার্তাও দেবেন তিনি। যাত্রাপথে আপনার সঙ্গী হতে চলেছে বিগ বি-র কণ্ঠস্বর।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃ জনসাধারণের জন্য আইফেল টাওয়ার খুলছে ২৫ শে জুন
শাহেনশাহর মৃদু গম্ভীর বহু পরিচিত সেই কণ্ঠস্বরকে ব্যবহার করতে চলেছে গুগল। গুগল ম্যাপস সম্প্রতি অমিতাভ বচ্চনকে এই প্রস্তাব দিয়েছে। গোটা বিষয়টা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও চুক্তি সাক্ষরিত হয়নি বলে জানায় গুগল ম্যাপ।
একটি রিপোর্ট অনুযায়ী, বিগ বি যদি প্রস্তাবটি গ্রহণ করেন তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি থেকেই তিনি তাঁর ভয়েস রেকর্ড করে গুগল ম্যাপসের হাতে তুলে দিতে পারেন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আর কিছুদিন পর থেকেই গুগল ম্যাপসে আপনি শুনতে পাবেন মেগাস্টার অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584