নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘বিগ বি’ ভক্তদের জন্য দুঃসংবাদ। অতিমারীর সময়ে কাউকে ফোন করলেই এতদিন শোনা যেত সেই ভারতবিখ্যাত ব্যারিটোন ভয়েস। কিন্তু এবার থেকে কোভিড সতর্কবার্তা আর শোনা যাবে না অমিতাভ বচ্চনের কণ্ঠে। তার বদলে শুক্রবার থেকে শোনা যাবে এক নারীকণ্ঠ। দেশজুড়ে চলছে টিকাকরণ। এবার নয়া কলার টিউনে সেবিষয়েই সকলকে জ্ঞানদান করবে ওই কণ্ঠ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এবার কাউকে ফোন করলেই শোনা যাবে, ”নতুন বছর কোভিড-১৯ ভ্যাকসিনের রূপধারণ করে নতুন আশার আলো নিয়ে এসেছে। ভারতে তৈরি ভ্যাকসিন সুরক্ষিত ও প্রমাণিত। এটি কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে আমাদের।”
সেই সঙ্গে সকলকে ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়ে ওই কলার টিউনে আমজনতাকে গুজবে কান না দেওয়ার আরজিও জানানো হবে। পাশাপাশি এও মনে করিয়ে দেওয়া হবে যে, টিকাকরণ শুরু হয়ে গেলেও সবাইকে কিন্তু এখনও হাত ধোয়া, মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো কোভিড বিধি মেনে চলতেই হবে আগের মতো।
আরও পড়ুনঃ কলার টিউনে অমিতাভ কণ্ঠস্বর বন্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থে মামলা
প্রসঙ্গত, দিন কয়েক আগেই কলার টিউনে অমিতাভ বচ্চনের নাম বাদ দিতে জনস্বার্থের মামলা হয়েছিল। মামলাকারীর বক্তব্য ছিল, কলার টিউনে অমিতাভ বচ্চন করোনা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলছেন। কিন্তু, তিনি ও তাঁর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাই শাহেনশাহর বদলে করোনা যোদ্ধাদের গলা ব্যবহারের অনুরোধ জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584