নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিধানসভা নির্বাচনের পূর্বে বঙ্গ বিজেপির সংগঠনে চলছে রদবদল। বুধবার সাধারণ সম্পাদক (সংগঠন) পদে দায়িত্ব দেওয়া হল অমিতাভ চক্রবর্তীকে। সরিয়ে দেওয়া হল দীর্ঘদিনের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়কে।
রাজ্য বিজেপিতে দীর্ঘ প্রায় সাত বছর ধরে সাধারণ সম্পাদক (সংগঠন) পদে রয়েছেন সুব্রত চট্টোপাধ্যায়। তিনি বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দলে চর্চা রয়েছে। রাজারহাটে একই বাসভবনে তাঁরা থাকেন।
বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা অমিতাভ চক্রবর্তীর নাম ঘোষণা করেন। এর আগে তিনি সহকারী সংগঠন সম্পাদক ছিলেন।
আরও পড়ুনঃ আগামী একমাস পাহাড়ই রাজ্যপালের ঠিকানা! শুরু জল্পনা
পূর্বে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পূর্ব ক্ষেত্রের সংগঠন সম্পাদক ছিলেন অমিতাভ চক্রবর্তী। তারপর দলের সহকারি সংগঠন সম্পাদকের দায়িত্ব সামলেছেন ওড়িশাতে।
২০১৯-এর ফেব্রুয়ারিতে এ রাজ্যে দলের সহকারি সংগঠন সম্পাদকের দায়িত্বে আসেন অমিতাভ চক্রবর্তী। এবার সুব্রত চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলের এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ রাজ্যের সব থানার ওসি-আইসিদের বিজয়ায় শুভেচ্ছাপত্র মুখ্যমন্ত্রীর
রাজনীতির কারবারিরা মনে করছেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সাংগঠনিক খোলনোলচে যেভাবে বদলানো হচ্ছে তাতে এরপর আরও বেশ কিছু পরিবর্তন হতে পারে।
জানা গিয়েছে, সাংগঠনিক ক্ষেত্রে জেলার বিভিন্ন পদাধিকারির বিরুদ্ধে দলের অভ্যন্তরে ক্ষোভ রয়েছে। অনেকের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজ্য দফতরেও। সেসব ক্ষেত্রে এবার নাড়াচাড়া হতে পারে বলে মনে করছে দলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584