জ্ঞানপিঠ পুরস্কারে ভূষিত অমিতাভ ঘোষ

0
461

ওয়েবডেস্কঃ

ইংরেজি সাহিত্যে অনবদ্য অবদানের জন্য ২০১৮ সালের জ্ঞানপিঠ পুরস্কারে ভূষিত হলেন অমিতাভ ঘোষ।

ছবি সৌজন্যে-https://twitter.com/ChiragVasani15/status/1073578905569619968?s=19

 

প্রাক্তন জ্ঞানপিঠ প্রাপক উপন্যাসিক প্রতিভা রায়ের নেতৃত্বে জ্ঞানপিঠ চয়ন বোর্ড শুক্রবার এই সিদ্ধান্ত নেয়।

বর্তমানে ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অমিতাভ ঘোষ ‘শ্যাডো লাইনস’, ‘ দ্যা গ্লাস প্যালেস’,’ দ্যা হাঙ্গরি টাইড’, ‘সি অফ পপিজ’, ‘রিভার অফ স্মোক’, ও ‘ফ্লাড অফ ফায়ার’এর মত বিখ্যাত উপন্যাসগুলো লেখেন।

ছবি সৌজন্যে-https://twitter.com/chenthil_nathan/status/1073554302440943617?s=19

কোলকাতায় ১৯৫৬ সালে জন্ম নেওয়া অমিতাভ ঘোষ বর্তমানে তাঁর স্ত্রী দেবোরা বাকেরের সঙ্গে বসবাস করছেন। তিনি এর আগে পদ্মশ্রী ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারেও ভূষিত হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here