নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েক মাস আগে সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ রাজ্যের বহু জেলা,এরপর ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের আশ্বাস দেন রাজ্য সরকার। সেই মতন ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হয়ে যায় রাজ্য সরকারের আশ্বাস অনুযায়ী।
ইতিমধ্যেই অনেকেই ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন সুপার সাইক্লোনের তাণ্ডবের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসনের তরফ থেকে এলাকায় সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে। ইতিমধ্যেই ব্লক অফিসে ক্ষতিপূরণের লিস্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কান্দিতে পরিবেশ বান্ধব ইকো পার্কের উদ্বোধন
এই সম্বন্ধে বিডিও মদন মন্ডল জানান, “তদন্ত কমিটির দ্বারা সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের তদন্ত করে ইতিমধ্যেই ২০০০ টি পরিবারের নাম নির্ধারিত করা হয়েছে।আমরা অতি শীঘ্রই সেই সব পরিবারের হাতে তুলে দেব সুপার সাইক্লোন আমপানের ক্ষতিপূরণ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584