মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
প্রবল গতিতে ধেয়ে আসছে ‘আমপান’। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই দিঘা উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আমপান’। বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ – বাংলাদেশ উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় আমপান। ঘূর্ণিঝড় আমপানকে সুপার সাইক্লোন বলে ঘোষণা করেছে ভারতীয় আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সতর্কতায় মুড়ে ফেলা হয়েছে উপকূল। ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলি থেকে বাসিন্দাদের সরাতে শুরু করেছে প্রশাসন।
কিন্তু ‘আমপান’ আসলে কি? এই নামের অর্থ কি? কেনই বা এই ঘূর্ণিঝড়ের নাম ‘আমপান’ রাখা হয়েছে? জানেন? আবহবিদরা জানাচ্ছেন ১৬ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে নামকরণ হয়েছিল এই ঘূর্ণিঝড়ের। নামটি দিয়েছিল থাইল্যান্ড। ‘আমপান’ এর অর্থ হল আকাশ। গোটা বিশ্বে ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে।
[advanced_iframe src=”https://embed.windy.com/embed2.html?lat=20.972&lon=90.950&zoom=5&level=surface&overlay=wind&menu=&message=&marker=&calendar=&pressure=&type=map&location=coordinates&detail=&detailLat=22.566&detailLon=88.365&metricWind=default&metricTemp=default&radarRange=-1″ width=”650″ height=”450″ id=”advanced_iframe” name=”advanced_iframe” onload_scroll_top=”iframe”]
কোনও মহাসাগর সংলগ্ন দেশগুলিকে নিয়ে তৈরি একটি সংগঠন এর নামকরণ করে। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় একটা কারণে। সেটা হল ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট নাম থাকলে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের পক্ষে ঘূর্ণিঝড়কে চিহ্নিত করতে সুবিধা হয়। তাই প্রত্যেকটি ঘূর্ণিঝড়েরই নামকরণ করা হয়।
আরও পড়ুনঃ সাগর ব্লক থেকে সরানো হচ্ছে মানুষকে
‘আমপান’ এইমুহূর্তে প্রবল শক্তি সঞ্চয় করেছে। আমপান মোকাবিলায় জেলায় ও নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পূর্বাভাস বলছে, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে আমফানের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০কিমি প্রতি ঘণ্টা। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ঘণ্টায় ১৯৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আমপান’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584