নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ছাত্র নেতা ও প্রাক্তনী আনিস খান (২৮)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমতায়। অভিযোগ, আনিস-কে তাঁর বাড়ীর তিন তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে দুষ্কৃতিরা। অভিযোগের নিশানায় পুলিশের পোশাক পরিহিত ৪ জন যুবক। স্থানীয় থানার তরফে যদিও বলা হয়েছে যে সেখানকার কোন আধিকারিক বা কর্মী এই ঘটনায় জড়িত নন। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আনিসের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে চারজন তাঁদের বাড়িতে যান আনিস কে খুঁজতে। তাঁদের মধ্যে তিনজনকে সিভিক ভলান্টিয়ার বলে চিহ্নিত করেছেন তাঁরা, সঙ্গে আরো একজন ছিলেন যিনি পুলিশের পোশাক পরে ছিলেন এবং আগ্নেয়াস্ত্রও ছিল তাঁর কাছে। তাঁরা পরিবারকে জানান যে পুরনো মামলায় আনিসকে গ্রেফতার করতে এসেছেন। কিছু বাদানুবাদের পরে ‘পুলিশের পরিচয়ে’ আসা দুষ্কৃতিরা আনিসের পরিবারের লোকেদের নিচে আটকে রেখে ওপরে উঠে যান। কিছুক্ষণ পরে ছাদ থেকে ভারি কিছু নিচে পড়ার শব্দ হয় এবং ছাদে গিয়েছিলেন যে ‘দুষ্কৃতীরা’ তাঁরা নিচে এসে বলেন, “চলুন স্যার কাজ হয়ে গেছে”, এমনটাই অভিযোগ আনিসের পরিবারের এবং স্থানীয়দের।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি অবিলম্বে চিহ্নিত ও গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। আনিশ খানের রহস্যজনক মৃত্যুতে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়াও। সকলেরই দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দুষ্কৃতীদের এবং সঠিক তদন্ত করতে হবে সরকারকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584