ওয়েবডেস্কঃ-
প্রতিবাদ, বিক্ষোভ- চলছেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ছাত্র আক্রমনের বিরুদ্ধে ।
নাম জানতে অনিচ্ছুক এক ছাত্র নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্দোলন মোটেই জিন্নার দ্বিজাতি তত্ত্বের সমর্থনে নয়। তাদের দাবী প্রাক্তন উপ- রাষ্ট্রপতি হামিদ আনসারী ও ছাত্র-ছাত্রীদের উপর যে আক্রমণ হয়- সেই ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি হোক।
যাইহোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে জেলাজুড়ে কয়েকদিন।
ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি(JNU),দিল্লী ইউনিভার্সিটি(DU), বেনারস হিন্দু ইউনিভার্সিটি (BHU), মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি(MANUU), হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি(HCU), এলাহাবাদ ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি সহ আরও বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, গোটা ঘটনার জেরে পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আগামী ১২ মে পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে জানাগেছে। উপাচার্য তারিক মানসোর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিনদের নিয়ে বৈঠক করেন।তারপর বৈঠকে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584