নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
রেস্ট্রিকটেড হয়ে গিয়েছিল আমুলের টুইটার অ্যাকাউন্ট। কিন্তু কেন? জানলে অবাক হবেন। চিনের আগ্রাসনের বিরোধীতা করেছিল আমুল। আর সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল আমুলের টুইটার অ্যাকাউন্ট। লাদাখে চিনের আগ্রাসনের বিরুদ্ধে অনেক ভারতীয় দাবি তুলেছেন যে পড়শি রাষ্ট্রের পণ্য বা কোনো অ্যাপ ভারতীয় নাগরিকদের আর ব্যবহার করা উচিত না। তার স্বপক্ষে একটা কার্টুন বানিয়েছিল আমুল।
সেখানে কালজয়ী আমুল গার্ল বলছে ড্র্যাগনের এবার বিদায় নেওয়ার পালা এসেছে। হাতে পতাকা নিয়ে আমুল গার্লের সেই রণং দেহী মূর্তি ফুটে উঠেছে এখানে। আমুল যে ভারতের ব্র্যান্ড, সেটার ওপরেও জোর দেওয়া হয়েছে। ড্র্যাগন অর্থাৎ চিনের পিছনে টিকটকের লোগোও আছে ক্রিয়েটিভের মধ্যে।
#Amul Twitter account blocked briefly after it posted a cartoon apparently calling for boycott of Chinese products
— Press Trust of India (@PTI_News) June 6, 2020
আরও পড়ুনঃ এবারে ১৫ দিনের জন্য অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ২১শে জুলাই
অন্যদিকে আমুল গার্লের পিছনে আছে স্ন্যাপডিলের লোগো ও আত্মনির্ভরতার থিম। এরপরেই রেস্ট্রিকটেড হয়ে যায় আমুলের অ্যাকাউন্ট, অর্থাৎ তাদের টুইট দেখতে পাচ্ছিলেন না কেউ। কিন্তু কেন তাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল, তার কোনো উত্তর পায়নি আমুল কর্তৃপক্ষ। এই নিয়ে অনেক জলঘোলার পর অবশ্য পিছু হটেছে টুইটার। ফের আমুলের অ্যাকাউন্টের টুইট সবাই দেখতে পাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584