নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একজন প্রাপ্ত বয়স্ক মহিলা স্বেচ্ছায় সঙ্গী নির্বাচন করতে পারেন, থাকতে পারেন যেখানে ইচ্ছে। পুলিশ বুঝিয়ে বলুক অভিভাবকদের, নির্দেশ দিল্লি হাইকোর্টের।
মেয়ে ঘর ছাড়ে তার প্রেমিকের সাথে, মেয়ের পরিবারের লোক ‘হেবিয়াস কর্পাস’ মামলা করেন, তাঁরা সন্দেহভাজন হিসেবে বাবলুর নাম দিয়েছিলেন যে তাঁদের মেয়ে উধাও হয়ে যাওয়ার পিছনে বাবলুর হাত আছে এই মর্মে। মেয়েটিকে পুলিশ খুঁজে বের করে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করে।
পিটিশন অনুসারে চলতি বছরের ১২ সেপ্টম্বর তারিখ থেকে মেয়েটি নিখোঁজ। আদালতের সামনে মেয়েটি স্পষ্ট ভাষায় জানান যে, তিনি বাবলুর সাথেই বাড়ি ছেড়েছেন এবং স্বেচ্ছায়। তাঁরা দু’জনে বিয়েও করেছেন এবং তিনি তাঁর স্বামীর বাড়িতেই থাকতে চান। সিআরপিসি-র ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নথিবদ্ধ করা হয় আদালতে।
আরও পড়ুনঃ প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে সাইক্লোন ‘নিভার’
সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণের পর আদালত রায় দেন, যে একজন প্রাপ্তবয়স্ক মহিলা নিজের ইচ্ছেমতো সঙ্গী নির্বাচন করতে পারেন, স্বেচ্ছায় যেখানে খুশি, যার সঙ্গে খুশি থাকতে পারেন। তার জন্য কারুর অনুমতির প্রয়োজন পড়বে না।
আরও পড়ুনঃ সারা বাংলায় অমিই পর্যবেক্ষক…বাঁকুড়া থেকে হুঁশিয়ারি মমতার
এছাড়া, আদালত পুলিশকে নির্দেশ দেয় , পুলিশি নিরাপত্তায় মেয়েটিকে তাঁর স্বামীর বাসস্থানে পৌঁছে দেওয়ার। একই সঙ্গে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মেয়েটির অভিভাবকদের কাউন্সেলিং করার যাতে তাঁরা কোনভাবেই বাবলুকে বিরক্ত না করেন বা কোনোরকম হুমকি না দেন, আইন নিজের হাতে না তুলে নেন।
এছাড়াও, আদালত নির্দেশ দিয়েছে যেখানে বাবলু তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করবেন সংশ্লিষ্ট থানার বিট কনস্টেবলের মোবাইল ফোন নম্বর বাবলু এবং তাঁর স্ত্রী-এর কাছে দিয়ে রাখতে হবে যাতে যেকোন সমস্যার সম্মুখীন হলে তাঁরা থানায় জানাতে পারেন এবং পুলিশ প্রয়োজনীয় সবরকম সাহায্য করবে এই দম্পতিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584