তাপপ্রবাহের উত্তাপ বাঁচিয়ে আন্দোলন চালিয়ে যেতে অভিনব আয়োজন কৃষকদের

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লিতে আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রবল তাপপ্রবাহ। সেই দুঃসহ গ্রীষ্মের মোকাবিলা করে কীভাবে ধর্না কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে ইতিমধ্যেই তার পরিকল্পনা করেছেন আন্দোলনকারী কৃষকরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সৌর শক্তি চালিত বাতানুকুল সুসজ্জিত ট্রলি। দিল্লির প্রবল গরমে আন্দোলনকারীদের থাকার জন্য ব্যবহার করা হবে এই ট্রলি।

AC trolley for Farmers protest | newsfront.co

তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় প্রায় তিন মাস ধরে ধর্না কর্মসূচি চালাচ্ছেন কৃষকরা। দেড় বছরের জন্য নয়া আইন খারিজের যে প্রস্তাব কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তা সরাসরি নাকচ করে দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা।

আগামী অক্টোবর মাস পর্যন্ত কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। একে অন্য পক্ষের ওপর ক্রমশ চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন উভয় পক্ষই। অতএব লড়াই যে দীর্ঘমেয়াদী হবে তা আঁচ করেছেন প্রতিবাদী কৃষকরা। তার জেরেই তাঁদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শুভেন্দুর, বড় লড়াইয়ের প্রস্তুতি?

ভাইরাল ভিডিওতে কৃষকদের জন্য তৈরি বাতানুকূল ট্রলির বর্ণনা পাওয়া গিয়েছে।। ভিডিওতে দেখা গিয়েছে ট্রলিটিতে স্প্লিট এসি যন্ত্র রয়েছে। একটি ছোট জলের ট্যাঙ্ক ও বেসিনও রয়েছে। প্রতিটি জিনিসই খুব উচ্চমান সম্পন্ন। ভিডিওটি দেখে অনেকেই বলছেন কানাডা, আমেরিকায় যেসব কার্পেট কেবিনে ব্যাবহার করা হয়, এই ট্রলিতেও তেমনটাই দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ আব্বাসকে সহবতের বার্তা বিমানের, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মোর্চার

ট্রলিতে ইন্টারনেট, সিসিটিভি পরিষেবা রয়েছে। তবে ট্রলির সমস্ত পরিষেবা চলবে সৌর শক্তিতে। ট্রলির ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে। সরকার যাতে কোনরকম হেনস্থা করতে না পারে তার জন্যই সোলার পাওয়ার ব্যাবহার করা হয়েছে বলে অনুমান।

পাঞ্জাবে এই নতুনত্ব কৃষকদের জন্য সুসজ্জিত, অত্যাধুনিক ট্রলি তৈরি হয়েছে। সিঙ্ঘু সীমানায় ধর্নারত কৃষকরা তাদের ট্রাক্টর-ট্রলিগুলোকেই মিনি হোমে পরিণত করেছিলেন এমনটা আগেই দেখা গিয়েছিল। ট্রাক্টর-ট্রলিগুলোতেই বিছানা, কম্বল, মিউজিক সিস্টেম, রান্না করার সরঞ্জাব সহ নানা জরুরি সামগ্রীর ব্যবস্থা করেছিলেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here