নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ যুবকের বিরুদ্ধে

0
50

মনিরুল হক, কোচবিহারঃ

টিভি দেখার নাম করে ঘরের ভিতর জোরপূর্বক ডেকে এনে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত বালারহাট গ্রাম এলাকায়। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরে নাবালিকার পরিবারের লোকজন মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

girl |newsfront.co
ছবিঃ প্রতীকী

আরও পড়ুনঃ পারিবারিক অশান্তির জেরে দাদাকে খুনের চেষ্টায় গ্রেফতার ভাই

ওই নাবালিকার পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে ওই নাবালিকা মেয়েটি একটি ত্রিপল দিতে যায় পাশের বাড়ির ইসলাম মিঁয়ার বাড়িতে। সেখানে তাঁকে দেখতে পেয়ে অভিযুক্ত যুবক নাবালিকা মেয়েটিকে হাত ধরে জোরপূর্বক টিভি দেখার নাম করে ঘরের ভেতরে নিয়ে যায়। এবং পরে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় বলেও অভিযোগ। কিন্তু সেখান থেকে ওই নাবালিকাটি কোন রকমে পালিয়ে বাড়িতে ফিরে আসে।

ফিরে এসে শুধু কান্নাকাটি করতে শুরু করে ওই নাবালিকা। পরে তাঁকে বারবার জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেছে অভিযুক্ত যুবক ইসলাম মিয়াঁ। আর তারপরেই প্রশাসনের দ্বারস্থ হয় ওই মেয়েটির পরিবার। থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক।
নাবালিকা মেয়ের মা জানান, ওই অভিযুক্ত যুবক যেন অন্য কোন মেয়ের সাথে ওই রকম অশালীন আচরণ করতে সাহস না পায় সেদিকে প্রশাসন যেন নজর দেয়। অভিযুক্ত ওই যুবকের কঠোর শাস্তির দাবী করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ওই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here