ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
পেগাস্যাস কাণ্ডে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি সুপ্রীম কোর্টে হলফনামা জমা দিয়ে জানালো কেন্দ্র। এই কমিটি তদন্ত করবে পেগাস্যাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে নজরদারির অভিযোগ সম্পর্কে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক ইতিমধ্যেই পেগাস্যাস স্পাইওয়্যারের মাধ্যমে বিরোধী নেতা বা সাংবাদিকদের ফোনে আড়িপাতার বিষয়টি একাধিকবার অস্বীকার করেছে।

হলফনামায় বলা হয়েছে যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈশ্ন ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন সংসদে। কেন্দ্রীয় মন্ত্রী সংসদে এও জানিয়েছেন যে, এনএসও নিজেই এই স্পাইওয়্যারের সাহায্যে নজরদারি চালানোর বিষয়টি অস্বীকার করেছে। এছাড়াও এমনেস্টির বক্তব্য তালিকায় কারুর ফোন নম্বর থাকার অর্থ এই নয় যে তার ফোনে স্পাইওয়্যারের সাহায্যে নজরদারি চালানো হয়েছে।
আরও পড়ুনঃ ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি! এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০ জনের
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, শুধুমাত্র কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করে এই অভিযোগ তোলা হয়েছে যে, সরকার ইসরায়েলি স্পাইওয়্যার পেগাস্যাস-এর মাধ্যমে বিরোধী নেতৃবৃন্দ , সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে নজরদারি চালিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584