আইএএস আধিকারিকের বিরুদ্ধে সাংবাদিক নিগ্রহের অভিযোগ যোগী রাজ্যে, ভিডিও ভাইরাল নেটমাধ্যমে

0
50

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ। প্রকাশ্য রাস্তায় এক আইএএস আধিকারিকের হাতে চূড়ান্ত নিগৃহীত হলেনএক সাংবাদিক। বিরোধীরা অভিযোগ তোলেন ,ভোটগণনায় কারচুপি করে জিতছে বিজেপি। আর এই কাজে সরাসরি সাহায্য করছেন উন্নাওয়ের মুখ্য উন্নয়ন আধিকারিক দিব্যাংশু পটেল।

UP Journalist beat up by IAS
সৌজন্যেঃ এনডিটিভি

গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে শুরু করেন সাংবাদিক কৃষ্ণ তিওয়ারি। তখনই সাংবাদিকের দিকে তেড়ে আসেন শাসকদলের কর্মী সমর্থকেরা। তেড়ে আসে পুলিশও। এমনকি তাঁকে প্রবল মারধোর করেন আইএএস অফিসার দিব্যাংশু পটেলও। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাসকদলের সঙ্গে আমলাদের এই যোগসাজসের ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসন।

সাংবাদিক নিগ্রহের এই ঘটনাকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়া চলছে জোরদার শাসক বিরোধী প্রচার। আইএএস আধিকারিকের হাতে নিগৃহীত হওয়ার পর অন্যান্য সংবাদমাধ্যমের কর্মীদের সাহায্যে কোনওক্রমে প্রাণে বেঁচেছেন আক্রান্ত সাংবাদিক কৃষ্ণ তিওয়ারি। প্রকাশ্য রাস্তায় একজন আইএএস আধিকারিকের এমন গুণ্ডামিতে বিস্মিত স্থানীয় বাসিন্দারা থেকে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ শীর্ষ আদালতে প্রামাণ্য নয় আরটিআই নথি, তবে কি অ্যাক্ট গুরুত্বহীন?

যদিও সাংবাদিক নিগ্রহের ঘটনায় বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দিব্যাংশু পটেলের মধ্যে। উল্টে তাঁর বক্তব্য, তিনি যা করেছেন ঠিকই করেছেন, প্রয়োজনে আবারও একই কাজ করবেন। বিরোধীদের অভিযোগ ব্লক পঞ্চায়েত নির্বাচনে জয় হাসিল করতে প্রশাসনকে এমন নির্লজ্জভাবে ব্যবহার করছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুনঃ কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩

অভিযোগ পেয়ে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here