নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ। প্রকাশ্য রাস্তায় এক আইএএস আধিকারিকের হাতে চূড়ান্ত নিগৃহীত হলেনএক সাংবাদিক। বিরোধীরা অভিযোগ তোলেন ,ভোটগণনায় কারচুপি করে জিতছে বিজেপি। আর এই কাজে সরাসরি সাহায্য করছেন উন্নাওয়ের মুখ্য উন্নয়ন আধিকারিক দিব্যাংশু পটেল।

গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে শুরু করেন সাংবাদিক কৃষ্ণ তিওয়ারি। তখনই সাংবাদিকের দিকে তেড়ে আসেন শাসকদলের কর্মী সমর্থকেরা। তেড়ে আসে পুলিশও। এমনকি তাঁকে প্রবল মারধোর করেন আইএএস অফিসার দিব্যাংশু পটেলও। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাসকদলের সঙ্গে আমলাদের এই যোগসাজসের ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসন।
ये कोई गुंडा नहीं।उन्नाव के IAS सीडीओ हैं,जो एक टी वी पत्रकार को दौड़ा-दौड़ा कर पीट रहे हैं।उसका क़ुसूर सिर्फ यह था कि सीडीओ की आंख के सामने हो रही बीडीसी मेंबर्स की धर-पकड़ उसने शूट कर ली थी। pic.twitter.com/mb6suKa98w
— Kamal khan (@kamalkhan_NDTV) July 10, 2021
সাংবাদিক নিগ্রহের এই ঘটনাকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়া চলছে জোরদার শাসক বিরোধী প্রচার। আইএএস আধিকারিকের হাতে নিগৃহীত হওয়ার পর অন্যান্য সংবাদমাধ্যমের কর্মীদের সাহায্যে কোনওক্রমে প্রাণে বেঁচেছেন আক্রান্ত সাংবাদিক কৃষ্ণ তিওয়ারি। প্রকাশ্য রাস্তায় একজন আইএএস আধিকারিকের এমন গুণ্ডামিতে বিস্মিত স্থানীয় বাসিন্দারা থেকে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ শীর্ষ আদালতে প্রামাণ্য নয় আরটিআই নথি, তবে কি অ্যাক্ট গুরুত্বহীন?
An IAS officer can publicly beat up a journalist, get recorded in the act and still won’t be covered by most press is why where we are today.
The deference is not just towards a PM or CM. It’s just to every single position of power.
— Kannan Gopinathan (@naukarshah) July 11, 2021
যদিও সাংবাদিক নিগ্রহের ঘটনায় বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দিব্যাংশু পটেলের মধ্যে। উল্টে তাঁর বক্তব্য, তিনি যা করেছেন ঠিকই করেছেন, প্রয়োজনে আবারও একই কাজ করবেন। বিরোধীদের অভিযোগ ব্লক পঞ্চায়েত নির্বাচনে জয় হাসিল করতে প্রশাসনকে এমন নির্লজ্জভাবে ব্যবহার করছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুনঃ কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩
অভিযোগ পেয়ে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584