মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ
এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক আইএএস অফিসার। মন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করার আবেদন নিয়েই অভিযোগ দায়ের করেন ওই আইএএস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নীতীশ কুমার একা নন, ছোট-বড় একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন সুধীর কুমার নামে ওই আইএএস। ১৯৮৭ ব্যাচের ওই আইএএস অফিসার বিহারের কর আদায় বোর্ডের সদস্য।
শনিবার দুপুরে গরদানিবাগ থানায় অভিযোগ দায়ের করেন ওই আমলা। এর ৪ ঘণ্টা পর স্বীকৃতিপত্র পান তিনি। সংবাদ মাধ্যমকে সুধীরবাবু জানান, জালিয়াতির ঘটনায় এই অভিযোগ দায়ের করা হল। অভিযুক্তের তালিকায় বড়-ছোট সবাই আছে। প্রথমে কারোর নাম বলতে চাইলেও পরে সাংবাদিকদের সামনে মুখ খোলেন ওই আইএএস। অভিযুক্তের তালিকায় নীতীশ কুমারের নাম আছে বলে জানান ওই আমলা।
আরও পড়ুনঃ ২১ জুলাই ‘দিদি’র ভার্চুয়াল ভাষণ বড়পর্দায়, দেখানো হবে মোদি-শাহের রাজ্য গুজরাটেও
আগামী বছরই অবসর নেবেন সুধীর কুমার। তার আগেই একাধিক নেতা-মন্ত্রী-আমলার নামে এই অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগের তালিকায় আরেক আমলা মনু মহারাজের নাম রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে চাকরির দুর্নীতিতে নাম জড়িয়েছিল সুধীর কুমারের। ৩ বছর জেলেও থাকতে হয়েছে তাঁকে। এরপর সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। নীতীশ কুমারে যে অভিযোগ তিনি এনেছেন সেই অভিযোগের বিষয়ে বিশেষ কিছু না জানালেও সুধীরবাবু জানান, তাঁর কাছে জালিয়াতির নথি আছে। তবে কোনও হিসাব তাঁর কাছে নেই।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, বাড়ি চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮,শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
পাশাপাশি বিহারের আইনের শাসন নিয়ে তিনি বলেন, “দেখুন থানায় একজন আইএএস অফিসারকে ৪ ঘণ্টা বসিয়ে রাখা হয়। আমাকে স্রেফ অভিযোগের একটা স্বীকৃতিপত্র দেওয়া হয়েছে। গত মার্চে যখন আমি শাস্ত্রী নগর থানায় গিয়েছিলাম, সেখানেও ঠিক এমনটাই হয়েছিল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584