চিকিৎসকের পোস্ট ভাইরাল, সাধারণ পোশাকে স্বাস্থ্যকর্মী পিপিই সুরক্ষায় আইএএস অফিসার

0
98

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

আইএএস অফিসারের পিপিই পরিহিত একটি ছবি ভাইরাল করলেন রাজস্থানের ডাক্তার পঙ্কজ মীনা খোকের। ওই একই ছবিতে কয়েকজন স্বাস্থ্যকর্মী হয়তো তারা ডাক্তার নয়তো নার্স যারা ওই আইএএস অফিসারের ঠিক পাশেই রয়েছেন তারা শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য পরিষেবার পোশাক এবং মাস্ক পরে রয়েছেন।

viral post | newsfront.co
চিত্র সৌজন্যঃ পঙ্কজ মীনা খোকের টুইটার

ছবিটি পোস্ট করে তিনি টুইটারে লেখেন,”যেখানে একজন আইএএস অফিসার পূর্ণ পিপিই পড়ে রয়েছেন আর ডাক্তার-নার্সরা সাধারণ পোশাক পড়ে রয়েছেন …..আমার মনে হয় এখানে মোদির প্রতিশ্রুতি কার্যকরী হচ্ছে না।”

ছবিটি তে যা দেখা যাচ্ছে তাতে ওই আইএএস অফিসার যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার পিছনে রাজস্থান পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের ইন্দোরের ইঙ্গিত দেয়। ছবিটি ভাইরাল হতে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।

কারণ গত মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যাচ্ছে এবং ডাক্তাররাও একই অভিযোগ তুলছেন যে এই মুহূর্তে দেশে পিপিই(পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) এর চরমতম ঘাটতি চলছে। দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার-নার্স সহ স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন কারণ তাদের করোনা মোকাবেলায় যথাযথ পোশাক পিপিই নেই।

ডাক্তার পঙ্কজ মিনার পোস্ট করা ওই ছবিটি অবশ্য একটি বিতর্কিত প্রশ্নকে খাড়া করে দেয় তা হলো আইএএস অফিসাররা কি জরুরী পরিষেবা আওতায় আসবেন নাকি ডাক্তাররাই প্রাথমিকভাবে গুরুত্ব পাবে। এ প্রশ্নে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে ডাক্তারদের পিপিই কিড যথেষ্ট পরিমাণে সরবরাহ হচ্ছে না সেখানে একজন আইএএস অফিসার কী করে পিপিই পরে মিটিং করতে পারেন ?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here