মাস্ক ব্যবহারে অভিনব সচেতনতা উর্দু সংবাদপত্রের

0
107

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

স্থানীয় একটি উর্দু সংবাদপত্র এক অভিনব উপায় বের করেছে পাঠকদের জন্য। প্রথম পাতায় একটি করে মাস্ক দেওয়া হয়েছে পাঠককুলের মধ্যে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য। জম্মু কাশ্মীরে একদিনে সর্বোচ্চ ৭৫১ টি নতুন করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে সোমবার। চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ১০, অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫৪ টি।

Urdu newspaper | newsfront.co
খবরের কাগজের সাথে মাস্ক। সংবাদ চিত্র

‘রোশনি’ জম্মু কাশ্মীরের একটি স্থানীয় উর্দু সংবাদপত্র। মাস্ক ব্যবহারের সচেতনতা বৃদ্ধির জন্য সম্পূর্ণ অভিনব উপায় গ্রহণ করা হয় সংবাদপত্রের তরফে। সকালে পাঠকগণ সংবাদপত্র হাতে পেয়ে দেখেন, প্রথম পাতায় একটি করে মাস্ক আটকানো রয়েছে। নীচে লেখা, ‘মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরী।‘

‘রোশনি’ র সম্পাদক জাহুর শোরা জানান, ‘এই সময় সাধারণ মানুষকে সচেতন করে তোলা অত্যন্ত জরুরী একটি বিষয়, তাই এইভাবেই তাঁরা সাধারণের মধ্যে বিষয়টি ছড়িয়ে দিতে চেয়েছেন যাতে মানুষ মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে সচেতন হন।‘

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে স্বাস্থ্যের হাল ফেরানোর দাবিতে কংগ্রেসের ডেপুটেশন

বহু মানুষ এই প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও অভিনন্দন জানিয়েছেন। শ্রীনগরের বাসিন্দা জুবেইর আহমেদ জানান, ‘একটি সংবাদ পত্রের দাম খুব বেশী হলে হয় দু টাকা। তারমধ্যে যখন প্রকাশকের তরফে এমন কোনো প্রচেষ্টা দেখা যায় তার মানে তারা সত্যিই সামাজিক সচেতনতা প্রসারের উদ্দেশ্যেই এরকম উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, যারা বাড়িতে এই সংবাদপত্র পড়েন, তাঁদের ক্ষেত্রে একসঙ্গে বহু মানুষের কাছে এই সচেতনতা প্রসারের বিষয়টি পৌঁছচ্ছে।‘

আরও পড়ুনঃ মাস্ক ছাড়া বেরলেই এবার দিতে হবে জরিমানা, সতর্কবার্তা নগরপালের

সংবাদপত্রের তরফে পাঠকদের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে প্রত্যেকে মাস্ক ব্যবহার করেন।
তারমধ্যেই জম্মু কাশ্মীরে করোনা ভাইরাস সংক্রমণ একদিনে রেকর্ড সংখ্যায় পৌঁছেছে। একদিনে করোনা ভাইরাস সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা ৭৫১ শুধুমাত্র সোমবারে। ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা আরো ১০ , যার ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫৪। জম্মু কাশ্মীরে এই মুহূর্তে একটিভ কেস ৬১২২, সেরে উঠেছেন ৮২৭৪। শ্রীনগর জেলাতে নতুন সংক্রমণের সংখ্যা ১৭১; জানিয়েছেন এক আধিকারিক। যেভাবে নতুন করে সংক্রমণ বাড়ছে তাতে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এই দুটিই হলো নতুন সংক্রমণের হার কমানোর উপায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here